০৯ নভেম্বর ২০২৪, শনিবার, ০৪:০০:১০ পূর্বাহ্ন


রেকর্ড গড়ে কমলা টুপির মালিক ঋতুরাজ, বেগুনি টুপি পেলেন হর্ষল
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২১
রেকর্ড গড়ে কমলা টুপির মালিক ঋতুরাজ, বেগুনি টুপি পেলেন হর্ষল


এবারের আইপিএলে কমলা টুপির মালিক ঋতুরাজ গায়কওয়াদ। সবচেয়ে কম বয়সে আইপিএলে কমলা টুপি জেতার নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের ওপেনার। আইপিএলে এবারের আসরে সবচেয়ে বেশি রান করলেন তিনি। আর সবচেয়ে বেশি উইকেট নিয়ে বেগুনি টুপি জিতলেন হর্ষল প্যাটেল।

আইপিএলে ১৬টি ইনিংস খেলেছেন ঋতুরাজ। রান করেছেন ৬৩৫। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৭ বলে ৩২ রান করেন তিনি। ফ্যাফ দু’প্লেসি প্রায় ছুঁয়ে ফেলেছিলেন তাকে। ১৬ ইনিংসে ৬৩৩ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। দু’রানের জন্য তার সতীর্থকে ছুঁতে পারলেন না ফ্যাফ।

এবারের আইপিএলে একটি শতরান করেছিলেন ঋতুরাজ। তরুণ ওপেনারের গড় ৪৫.৩৫, স্ট্রাইক রেট ১৩৬.২৬। মাত্র ২৪ বছর বয়সে কমলা টুপি জিতে রেকর্ড গড়লেন তিনি।

বেগুনি টুপি জিতেছেন হর্ষল প্যাটেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই পেসার ১৫ ম্যাচে ৩২টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের আবেশ খান। তিনি নিয়েছেন ২৪টি উইকেট।

শেয়ার করুন