২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


মিশরের বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা
ভোরের ধ্বনি ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২১
মিশরের বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে ১-০ গোলে জয় পেল আর্জেন্টিনা


টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার মিশন অনেকটা হতাশায় শুরু হলেও তাদের দ্বিতীয় ম্যাচ আশার আলো দেখালো। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারলেও এবার দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে ১-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। 

রবিবার জাপানের সাপ্পোরো দোমে স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচটিতে জয়সূচক গোলটি করেন ফাকুন্দো মেদিনা। ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান গড়া গোলটি করেন তিনি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেওয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন তিনি। এরপর বাকি সময় রক্ষণ ধরে খেলে। ফলে শেষ পর্যন্ত ব্যবধান বাড়েনি। স্বস্তির জয় নিয়েই মাঠে ছাড়ে দুইবারের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, টোকিও অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে এসেই বড় ধাক্কা খেলো ব্রাজিল। জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে আজ রবিবার আইভরিকোস্টের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অবশ্য প্রায় পুরো ম্যাচেই ১০ জন নিয়ে খেলেছে ব্রাজিল। ম্যাচটিতে আজ ১৩ মিনিটেই বড় ধাক্কা খায় ব্রাজিল। লাল কার্ড দেখেন ডিফেন্সিভ মিডফিল্ডার দগলাস লুইজ। ১০ জনের দল নিয়ে বাকি সময় রক্ষণ আগলে খেলেছে ব্রাজিল। ফলে গোলের দেখাও আসেনি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের ৭৯ মিনিটের সময় লাল কার্ড দেখেছে আইভরিকোস্টও। তবে চেষ্টা করেও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে সেলেকাওরা। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। দুই জয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখলে ব্রাজিল ও আইভরি কোস্টেরই।

শেয়ার করুন