২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


দুর্লভ বাঁশ ভাল্লুক লাউয়াছড়ায়, বানর-শকুন সাফারী পার্কে
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২১
দুর্লভ বাঁশ ভাল্লুক লাউয়াছড়ায়, বানর-শকুন সাফারী পার্কে ফাইল ছবি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া দুর্লভ প্রজাতির চারটি বন্য প্রাণীকে বনে অবমুক্ত করা হয়েছে। এদের মধ্য ২টি বাঁশ ভাল্লুককে গতকাল মঙ্গলবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। আর ১টি খাটো লেজি বানর ও ১টি হিমালয়ান শকুনকে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্কে নিয়ে যাওয়া হয়। প্রাণী অবমুক্তের সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, অধ্যাপক ড. কামরুল হাসান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, শেখ জামাল ওয়াল্ডলাইফ সেন্টারের ভেটেনারী ডা. মো. নিজাম উদ্দিন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমূখ। 

গত ৪ আগষ্ট বন বিভাগ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে শহরের জালালিয়া সড়কের শ্রীমঙ্গল বার্ড পার্ক এন্ড ব্রিডিং সেন্টার থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়েছিল। দুর্লভ এই প্রাণীগুলো ওই বার্ড পার্কে খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল। উদ্ধারের পর প্রাণীগুলোকে লাউয়াছড়ার বনের জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছিল। 

রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, প্রাণীগুলো উদ্ধারের পর তাদের আবাসস্থল জানার জন্য রেসকিউ সেন্টারে রাখা হয়েছিল। 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন,‘লাউয়াছড়া বনে বাঁশ ভাল্লুকের বিচরণের রেকর্ড আছে, তাই উদ্ধার করা দুটি বাঁশ ভাল্লুক লাউয়াছড়া বনে ছাড়া হয়েছে। আর ১টি খাটো লেজি বানর ও ১টি হিমালয়ান শকুনকে সাফারী পার্কে পাঠিয়ে দেয়া হয়েছে।’

বঙ্গবন্ধু সাফারী পার্কের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক মো. তবিবুর রহমান বলেন, ‘প্রাণীগুলো আমাদের এখানে এসে পৌঁছেছে। তবে হিমালয়ান শকুনটি তার হ্যাবিটেট হারিয়ে ফেলেছে। এছাড়া তারা আমাদের দেশের প্রাণী নয়। এদের আবাসস্থল পাহারের উপরে। আর খটো লেজী বানরও আমাদের এখানে নেই। অন্য বানরগুলোর সাথে তাকে ছাড়া হলে সে থাকতে পারবে না। তাই আমরা প্রাণী দুটিকে সাফারী পার্কের দর্শনার্থী কেন্দ্রে রেখে দেব।’

শেয়ার করুন