২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৬:০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


বিধি-নিষেধ শিথিল: চেনা রূপে সাভার ও আশুলিয়ার সড়ক
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২১
বিধি-নিষেধ শিথিল: চেনা রূপে সাভার ও আশুলিয়ার সড়ক সাভার প্রতিনিধি:


বিধি-নিষেধ শিথিলের প্রথম দিনে চেনা রূপে ফিরেছে সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়ক। সকাল থেকে স্বাভাবিক দিনের মতো বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাসসহ ছোট-বড় প্রায় সব ধরনের গণপরিবহন। আগের মতো আবারও উচ্চস্বরে যাত্রীদের ডাকতে দেখা গেছে যানবাহন চালক ও হেলপারদের। অন্যদিকে, দীর্ঘদিন পর আগের নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা।

বুধবার সাভার, আমিন বাজার, হেমায়েতপুর, আশুলিয়ার, বাইপাইল, নবীনগর সহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়। এ সময় সড়কগুলোতে বাস, মিনিবাস, হিউম্যান হলার, ট্যাম্পু, মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশাসহ প্রায় সব ধরনের গণপরিবহন চলতে দেখা যায়। তবে গণপরিবহন চালু হওয়ায় সড়কে রিকশার উপস্থিতি কম দেখা যায়। বেশিরভাগ রিকশাকে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

রাজিব মাহমুদ নামে এক যাত্রী বলেন সাভার থেকে গাবতলী এসেছি। ভাড়া নিছে ২০টাকা। অন্য সময় হলে অনেক টাকা খরচ হতো। 

তবে একই সময়ে কোনো কোনো গাড়িতে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করতেও দেখা যায়। জানতে চাইলে বাসচালক শরীফ দেওয়ান বলেন, আপনার (প্রতিবেদক) সামনেই তো যাত্রীরা কীভাবে উঠে গেছে দেখছেন। লোকজন তাড়াতাড়ি পৌঁছার জন্য উঠে যায়, আবার ট্রাফিক পুলিশ আমাদের জরিমানা করে। 

দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (টি আই) আব্দুস সালাম  বলেন, আজকে অনেকদিন পর লকডাউন শিথিল হওয়ায় সড়কে যানবাহন বেড়েছে। তবে সরকারি নির্দেশনার বাইরে কোনো গাড়িতে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করলেই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারঘোষিত লকডাউন শিথিলের পর বুধবার থেকে চালু হয়েছে গণপরিবহন। এক্ষেত্রে সরকারের নির্দেশনা হচ্ছে- আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। স্বাভাবিক ভাড়ায় গণপরিবহন চলবে। ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আর প্রযোজ্য হবে না। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার-ক্লিনার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। তাদের জন্য রাখতে হবে প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার।

শেয়ার করুন