<p><br></p>
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন সময়ে সংঘঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত বিভিন্ন ঘটনার সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানাধীন নর্থ টাওয়ার ১০৭/এ হাউজ বিল্ডিং এর সামনের এলাকা হতে জালনোট কারবারী চক্রের সদস্য বৃষ্টি খাতুন (২৫), পিতাঃ তৈয়েব আলী, সাং-বাঁশো, থানাঃ মোহাম্মদপুর, জেলাঃ মাগুরা’কে ১০০০ টাকা মূল্যমানের জাল নোট-১৪০টি যাহার বর্তমান বাজার মূল্য ১৪০x১০০০=১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার ছয়শত টাকা) টাকা (প্রতিটি টাকার ক্রমিক নাম্বার-ক ক ১৩৭৯৬৮০) এবং ৫০ টাকা মূল্যমানের ব্যাংক জাল নোট-৩৯৫টি যাহার বর্তমান বাজার মূল্য ৩৯৫x৫০=১৯,৭৫০/- (ঊনিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা) টাকা (প্রতিটি টাকার গায়ে ক্রমিক নাম্বার-গ হ ৪৫৯২৬২২) সর্বমোট (১,৪০,০০০+১৯,৭৫০)=১,৫৯,৭৫০/- (এক লক্ষ ঊনষাট হাজার সাতশত পঞ্চাশ টাকা মাত্র) টাকাসহ ১০/১১/২০২৫ তারিখ ১৩৫০ ঘটিকায় হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখ ১৮৪৫ ঘটিকায় ঢাকা মহানগরীর বনানী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ রাসেল পারভেজ, পিতাঃ ইকবাল, সাং-বাঁশো, থানাঃ মোহাম্মদপুর, জেলাঃ মাগুরা ও মোঃ তামিম আহমেদ, পিতাঃ মোঃ গিয়াস উদ্দিন, সাং-ডিঙ্গাবাঙ্গা, থানাঃ মতলব দক্ষিণ, জেলাঃ কুমিল্লা’দ্বয়কে সর্বমোট ১,৩৭,০০০/- (এক লক্ষ সাইত্রিশ হাজার টাকা) জালটাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং একই তারিখে ২০২০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন ৫৫৩ সি খিলগাঁও শহীদবাকী সড়কস্থ ডাচ বাংলা ব্যাংকের সামনে হতে জালটাকা কারবারী ১। সাদেক উন নূর (২৮), পিতাঃ নুর আলম, সাং- মরিয়মনগর, থানাঃ রাঙ্গানিয়া, জেলাঃ চট্টগ্রাম এর হেফাজত হতে ১০০ টাকা সমমূল্যের সর্বমোট ৪১,০০০/-(এক চল্লিশ হাজার) টাকাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। পরবর্তীতে গত ০৮ নভেম্বর ২০২৫ তারিখ ১১৫০ ঘটিকায় ঢাকা মহানগরীর সূত্রাপুর থানাধীন লক্ষীবাজার সাকিনস্থ উইনষ্টন আইডিয়াল স্কুলের প্রধান ফটকের পাকা রাস্তার উপর হতে ১। আরাফাত খন্দকার (২২), পিতাঃ মোঃ সুজন খন্দকার, সাং সৈয়দপুর, থানাঃ নবাবগঞ্জ, জেলাঃ ঢাকা’কে মোট ৮৬০০/- (আট হাজার ছয়শত টাকা) জালটাকাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। উল্লেখ্য যে, উপরোক্ত অভিযানে সর্বমোট (১,৫৯,৭৫০+১,৩৭,০০০+৪১,০০০+৮,৬০০) = ৩,৪৬,৩৫০ টাকা সমমূল্যের জালটাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ধৃত আসামীগণ সকলে একই চক্রের সদস্য। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া আসিতেছে। গ্রেফতারকৃত আসামী জাল বলে জানা সত্বেও উহা খাঁটি বলে বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া উক্ত জাল টাকা ক্রয়-বিক্রয় কারবারের সহিত নিজেকে জড়িত করিয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক এর (খ) ধারার অপরাধ করিয়াছে। এসকল প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।