<p><br></p>
১২ নভেম্বর ২০২৫, বুধবার, ০৬:২৯:১৪ অপরাহ্ন


স্থায়ী ২২ বিচারপতির শপথ আজ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
স্থায়ী ২২ বিচারপতির শপথ আজ


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জন বিচারপতির শপথ অনুষ্ঠিত হবে আজ। বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। তবে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে এবার স্থায়ী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ৪৫ বছর বয়স পূর্ণ করলে তাকে স্থায়ী বিচারপতি করা হবে।

বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। 

স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২২জন হলেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি  সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি  মো. মনসুর আলম, বিচারপতি  সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি  মো. যাবিদ হোসেন, বিচারপতি  মুবিনা আসাফ, বিচারপতি  কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি  আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি  মো. আবদুল মান্নান, বিচারপতি  তামান্না রহমান, বিচারপতি  মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি  মো. হামিদুর রহমান, বিচারপতি  নাসরিন আক্তার, বিচারপতি  সাথিকা হোসেন, বিচারপতি  সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি  মো. তৌফিক ইনাম, বিচারপতি  ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি  শেখ তাহসিন আলী, বিচারপতি  ফয়েজ আহমেদ, বিচারপতি  মো. সগীর হোসেন বিচারপতি  শিকদার মাহমুদুর রাজী।

গতবছর অক্টোবর  ২২ জনসহ মোট ২৩ জন বিচারপতি হাইকোর্ট বিভাগর অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে গত ২১ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ জারী হয় এবং এউ অধ্যাদেশের বিধান অনুসারে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়। 

শেয়ার করুন