<p><br></p>
৪৩তম
বিসিএসের বাদ পড়া ২৬৭ জন ক্যাডারের বেশিরভাগই
পুনরায় চাকরিতে যোগদান করতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে
বাদ পড়া বিসিএস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সিনিয়র
সচিব বলেন, ‘৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২৬৭ জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষ। দ্রুত সময়ে এটা করা হবে। ’
তিনি
বলেন, ‘যাদের বিরুদ্ধে একেবারে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তারাই শুধু বাদ পরবে। আগামী ১৫ জানুয়ারি ৪৩
বিসিএসের গেজেটপ্রাপ্তরা চাকরিতে যোগ দেবেন।’
এ
সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ
ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার
নিয়েছে, তাও শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানান মো. মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন সদস্য। এরই মধ্যে দুটি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে।’
তবে
এবার ব্যতিক্রম হবে জানিয়ে সিনিয়র সচিব বলেন, ‘আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেতেন না, এবার পাবেন। পরের বছর বেতন বৃদ্ধির সময় এই মহার্ঘ ভাতাটা
তার বেসিকের সঙ্গে যোগ হবে।’
আসন্ন
বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না, এ
প্রশ্নের জবাবে মো. মোখলেসুর রহমান বলেন, ‘এ বাজেটে মানে
৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে।
তার আগে হবে ইনশাআল্লাহ।’
কোন
মাস থেকে মহার্ঘ ভাতা ধরা হবে, এ প্রশ্নের জবাবে
তিনি বলেন, ‘অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ
উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার
করে বলতে পারবেন।