<p><br></p>
০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৮:৪২:৫৬ পূর্বাহ্ন


সচিবালয়ে আগুন, ফেসবুকে কী লিখলেন ইশরাক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
সচিবালয়ে আগুন, ফেসবুকে কী লিখলেন ইশরাক


বাংলাদেশ সচিবালয়ের নম্বর ভবনে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের অদম্য প্রচেষ্টায় আজ সকালে তা নিয়ন্ত্রণে আসে। ঘটনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি প্রতিক্রিয়া জানান।

ইশরাক হোসেন লিখেছেন, জ্বলছে সচিবালয়। হাসিনা পরিবার তার দোসরদের দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্যে কি এই পরিকল্পিত অগ্নিকাণ্ড?

তিনি লিখেছেন, দৈনিক সমকাল থেকে পাওয়া খবরের অংশ দেখাচ্ছে, মেগা দুর্নীতির মন্ত্রণালয়ের অফিস পুড়ে গেছে। যতদিন যাবে সংকট আরও গভীর হবে। তাই আমরা নির্বাচনের কথা বার বার বলছি। রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব না।

 

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এই সদস্য লিখেছেন, নির্বাচন শব্দটি শুনলেই যারা মহাবিরক্ত হোন, দয়া করে বোঝেন। বিএনপি অভিজ্ঞতা থেকেই দেশ রক্ষার্থে পরামর্শ দিচ্ছে। অন্য কাউকে বিশ্বাস না করলেও তারেক রহমানের ওপর ভরসা করুন।

স্ট্যাটাসে দৈনিক সমকালের উদ্ধৃতি দিয়ে ইশরাক হোসেন আরও লিখেছেন, সচিবালয়ের নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে। এই ভবনে রয়েছে- পানি সম্পদ মন্ত্রণালয়; যুব ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন সমবায় বিভাগ; শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ।

শেয়ার করুন