<p><br></p>
বগুড়া
কারাগারে ‘হার্ট অ্যাটাকে’ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ
সদস্য রাগেবুল আহসানর (রিপু)। আজ বুধবার
বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে কারা তত্ত্বাবধানে ঢাকায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে আনা হয়েছে।
বগুড়া
কারাগারের জেল সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘রাগেবুল আহসান কারাগারে আসার আগে থেকেই হৃদ্রোগ, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। গত শুক্রবার তাকে
আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরের পর হার্ট অ্যাটাক
করলে বেলা সাড়ে তিনটার দিকে তাকে কারা তত্ত্বাবধানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।’
বগুড়ার
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, ‘রাগেবুল আহসানকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
৫
আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে
ছিলেন রাগেবুল আহসান। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নেত্রকোনার
মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র্যাবের হাতে
গ্রেপ্তার হন তিনি। তার
বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সাতটি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।