<p><br></p>
০৫ জানুয়ারী ২০২৫, রবিবার, ১২:৩৮:৪২ অপরাহ্ন


আলিফের জানাজায় লাখো মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
আলিফের জানাজায় লাখো মানুষের ঢল সাইফুল ইসলাম আলিফের জানাজায় মানুষের ঢল। ছবি : সংগৃহীত


অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা চট্টগ্রাম আদালতে অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীসহ বিপুল মানুষের ঢল নামে জানাজায়।

 

বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী।

তার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

 

জানা যায়, সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হবে আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়া থানার চুনতিতে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল মানুষ।

 

সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ প্রশাসনের কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা শরিক হন। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে।

 

সময় আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আইনজীবী নেতারা।

 

শেয়ার করুন