০৯ নভেম্বর ২০২৪, শনিবার, ০৮:২২:০৬ পূর্বাহ্ন


মার্কেন্টাইলে দ্বন্দ্ব : এবার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২৪
মার্কেন্টাইলে দ্বন্দ্ব : এবার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা


আওয়ামী লীগ সরকারের পতনের পর মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এক পক্ষ অন্য পক্ষকে পাল্টাপাল্টি মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে হওয়া হত্যা ও হত্যাচেষ্টার মামলায় ইতোমধ্যে আসামী হয়েছেন ব্যাংকটির বর্তমান ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, পরিচালক এ এস এম ফিরোজ আলম, সাবেক চেয়ারম্যান শহিদুল আহসান ও ড. তৌফিক রহমান চৌধুরী। 

জানা গেছে, গত ১৫ অক্টোবর শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ এস এম ফিরোজ আলমের বিরুদ্ধে। এর ৬ দিনের মাথায় গত ২১ অক্টোবর চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে হত্যাচেষ্টা দায়ের হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, সাবেক চেয়ারম্যান শহিদুল আহসান ও ড. তৌফিক রহমান চৌধুরীর বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে, এক পক্ষ অন্য পক্ষকে ফাঁসাতে বাদিদের ব্যবহার করে প্রতিপক্ষের নাম ঢুকিয়ে দিচ্ছে মামলায়। 

মার্কেন্টাইল ব্যাংক সূত্র জানিয়েছে, ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে ফিরোজ আলম ও আকরাম হোসেন হুমায়ুনের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। আর আকরাম হোসেন হুমায়ুনের ঘনিষ্ঠ হওয়ায় সাবেক চেয়ারম্যান শহিদুল আহসান ও ড. তৌফিক রহমান চৌধুরী মামলায় ফাঁসতে পারেন বলে ধারনা ওই সূত্রের। 

ফিরোজ আলম পটুয়াখালী থেকে আওয়ামী লীগের এমপি পদে মনোনয়ন পেতে চেষ্টা করেছিলেন। আকরাম হোসেন হুমায়ুন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ড. তৌফিক সিলেট জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক পদে রয়েছেন।

শেয়ার করুন