১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৭:১৭:৪৩ পূর্বাহ্ন


চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ৩৫ মেয়েদের ৩৭ বছর
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৪
চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ৩৫ মেয়েদের ৩৭ বছর


সরকারি চাকরিতে প্রবেশে সর্বোচ্চ বয়সসীমার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করেছে সংক্রান্তে গঠিত পর্যালোচনা কমিটি ক্ষেত্রে ছেলেদের সর্বোচ্চ ৩৫ মেয়েদের ৩৭ করার সুপারিশ করা হয়েছে গতকাল শনিবার পর্যালোচনা কমিটি অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ পেশ করেছে কমিটির সদস্য জ্বালানি খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন তবে অবসরের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করেনি কমিটি

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করা হয় কমিটির সদস্যসচিব করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সাত দিনের মধ্যে কমিটিকে সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয় কোটা সংস্কার চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে দীর্ঘদিনের আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গত সপ্তাহে সিদ্ধান্ত নেয় বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স ৩০ বছর তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটাধারীদের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর উল্লেখ্য, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন একদল চাকরিপ্রত্যাশী ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করেছেন তারা এর জেরেই পর্যালোচনা কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার

শেয়ার করুন