১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০২:৩৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


তালেবানদের দখলে একদিনেই তিনটি প্রাদেশিক রাজধানী
ভোরের ধ্বনি ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২১
তালেবানদের দখলে একদিনেই তিনটি প্রাদেশিক রাজধানী তালেবানদের দখলে একদিনেই তিনটি প্রাদেশিক রাজধানী


আফগানিস্তানের জোজ্জন প্রদেশের রাজধানী শেবারগান ও নিমরোজের জারাঞ্জ শহরে নিয়ন্ত্রণ নেয়ার পর গতকাল রবিবার একদিনেই তিনটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। শহরগুলো হচ্ছে কুন্দুজ প্রদেশের কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের সার-ই-পুল এবং তাখার প্রদেশের তালোকান।

দেশের পশ্চিমাঞ্চলে আরেক প্রাদেশিক রাজধানী হেরাত এবং দক্ষিণের কান্দাহার ও লস্কর গা দখলে নিতেও লড়াই চালাচ্ছে তারা। সেখানে আফগান বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে তালেবানের। বিবিসি জানায়, গতকাল রবিবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই তিনটি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে যায়। 

কুন্দুজের প্রাদেশিক পরিষদের এক আইনপ্রণেতা বলেন, নগরীর কেবলমাত্র একটি বিমানবন্দর এবং সেনাঘাঁটি ছাড়া আর সবই দখল করে নিয়েছে তালেবান। তবে খোয়া যাওয়া সব এলাকা পুনর্দখল করতে খুব শিগগিরই বড় ধরনের সেনা অভিযান শুরু করা হবে।

এদিকে, আলজাজিরার খবরে বলা হয়, এ নিয়ে গত শুক্রবার থেকে তালেবান যোদ্ধারা পাঁচটি প্রাদেশিক রাজধানী দখলে নিল। এর মধ্যে কুন্দুজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী। কারণ, কুন্দুজের সঙ্গে অন্যান্য এলাকা বিশেষ করে রাজধানী কাবুলের খুব ভালো সংযোগ রয়েছে।

এই তিন নগরী দখলের আগে শনিবার জাওজান প্রদেশের রাজধানী শেবারগান নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে তালেবান। এর আগের দিন শুক্রবার নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তালেবান যোদ্ধারা।

শেয়ার করুন