৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৬:৩৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


পিএনজির কে বাংলাদেশের জন্য হুমকি, জবাবে যা বললেন ব্যাটিং কোচ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২১
পিএনজির কে বাংলাদেশের জন্য হুমকি, জবাবে যা বললেন ব্যাটিং কোচ


টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে যেতে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। এমন অবস্থায় আজ বৃহস্পতিবার বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হচ্ছে টাইগাররা।

পাপুয়া নিউ গিনি এর আগে ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে। তাদের পয়েন্ট শূন্য। আর বাংলাদেশ একটি জয় ও একটি হার নিয়ে অর্জন করেছে ২ পয়েন্ট।

এই অবস্থায় পাপুয়া নিউ গিনির জয়ের ক্ষুধা অনেক বেশি। তাই তো বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স সংবাদ সম্মেলনে বললেন, “আমরা ওদেরকে (পাপুয়া নিউ গিনি) খাটো করে দেখছি না। ওরা বিশ্বকাপে আসতে পেরে খুবই গর্বিত। আমি নিশ্চিত ওরা অন্তত একটা জয় নিয়ে যেতে চাইবে। তাই আমাদের জন্য ম্যাচটা সহজ হবে না।”
পাপুয়া নিউগিনির পক্ষ থেকে কে হতে পারে বাংলাদেশ দলের হুমকি—এ প্রশ্নের জবাবে অ্যাশওয়েল প্রিন্স বলেছেন, “আমরা আমাদের বিশ্লেষণ সেরে নিয়েছি। কে আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। সে ব্যাপারে যথেষ্ট ধারণা আছে। ওরা স্কটল্যান্ডের বিপক্ষে বল হাতে ভালো করেছে। তাদের কয়েকজন ব্যাটসম্যানও ভয়ঙ্কর হতে পারে।”

এদিকে, এই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। আর জিতে গেলে বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার পথ অনেকটাই মর্সণ হবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ড ও ওমান ম্যাচের দিকে। স্কটল্যান্ড জিতে গেলে বাংলাদেশ রানার্স আপ হয়ে মূলপর্বে যাবে। আর ওমান জিতে গেলে রান রেটের সমীকরণে পড়বে বাংলাদেশ। এক্ষেত্রে পাপুয়া নিউ গিনির বিপক্ষে বড় ব্যবধানে জিতলে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ আছে। কী আছে টাইগারদের ভাগ্যে এখন সেটাই দেখার।

শেয়ার করুন