২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:৫০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


দৃশ্যমান হলো দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে
রিপোর্টারঃ মাহমুদুল হাসান জসিম
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২১
দৃশ্যমান হলো দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে


দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হলো। এটি ঢাকার উত্তর ও দক্ষিণাংশকে সংযুক্ত করেছে। প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ে শেষ করতে বিরতিহীন কর্মযজ্ঞ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যথাসময়ে চালু হলে ট্রাফিক ধারণ ক্ষমতা বাড়বে, কমবে যাতায়াতের সময়। আরামদায়ক ভ্রমণের ক্ষেত্রে ঢাকা হবে উল্লেখযোগ্য শহর। ৮ হাজার ৯৪০ কোটি টাকা ব্যয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ হচ্ছে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হয়ে শেষ হবে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কুতুবখালীতে। সেতু বিভাগের কর্মকর্তারা জানান, নির্মাণ সুবিধার জন্য প্রকল্পটিকে তিনটি ট্রাঞ্চে ভাগ করা হয়েছে। প্রথমটি বিমানবন্দর থেকে বনানী রেলস্টেশন (৭ দশমিক ৪৫ কিলোমিটার); দ্বিতীয়টি বনানী রেলস্টেশন থেকে মগবাজার এবং তৃতীয়টি মগবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কুতুবখালী পর্যন্ত। তারা আরো জানান, এ পথের অগ্রগতি দৃশ্যমান হয়েছে বিমানবন্দর, বনানী ও মহাখালী অংশে। তেজগাঁও, মগবাজার, কমলাপুর ও সায়েদাবাদ অংশের কাজ পুরোদমে এগিয়ে চলছে। তিন ভাগের মধ্যে প্রথমটিতে ১ হাজার ৫০০টি পাইল তৈরির কথা, যার মধ্যে ১ হাজার ৩৪০টির কাজ শেষ হয়েছে। ৩৫০টি পাইলক্যাপের মধ্যে ৩২৪টি, ৩৫০টি কলামের মধ্যে ২৩৯টি, ৩৫০টি ক্রসবিমের মধ্যে ১২৮টির কাজ শেষ হয়েছে। এ ছাড়া ৩ হাজার ১৫৪টি আইগার্ডারের ২২৪টির নির্মাণ কাজ শেষ হওয়ায় অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ। বাকি অংশের আইগার্ডার ও স্ল্যাব বসানো হচ্ছে দ্রুততার সঙ্গে। অন্য দুই ভাগের প্রস্তুতি কাজও এগিয়ে চলছে জানিয়ে কর্মকর্তারা বলছেন, ওয়ার্ক শেড ও মিক্সিং প্ল্যান্ট নির্মাণের পাশাপাশি লেবার শেড ও সয়েল ইনভেস্টিগেশনের নির্মাণ কাজ হচ্ছে। এ বিষয়ে সেতু বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আনোয়ার হোসেন বলেন, প্রকল্পটির নির্মাণকাজ বিরতিহীনভাবে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সার্বিক বিষয় নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।

শেয়ার করুন