২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১০:১৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


যুবলী‌গের ব‌র্ধিত সভা‌ নিয়ে সংঘ‌র্ষ, কক‌টেল বিস্ফোরণ, আহত ১০
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২১
যুবলী‌গের ব‌র্ধিত সভা‌ নিয়ে সংঘ‌র্ষ, কক‌টেল বিস্ফোরণ, আহত ১০


শরীয়তপু‌রের জেলা যুবলী‌গের ব‌র্ধিত সভা‌কে কেন্দ্র ক‌রে নেতাকর্মী‌দের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনা ঘ‌টে‌ছে। মঙ্গলবার (০৫ অ‌ক্টোবর) সকা‌লে পালং বাজার এলাকায় কক‌টেল বিস্ফোরণ ও সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এসময় প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে ২১ রাউন্ড ফাঁকা গু‌লি ক‌রে পু‌লিশ।

এছাড়া সভা‌কে কেন্দ্রে ক‌রে সদর হাসপাতা‌লের সাম‌নে, রাজগঞ্জ ব্রিজ, চৌর‌ঙ্গীর মোড় এলাকাসহ সদ‌রের বি‌ভিন্ন স্থা‌নে পৃথক সংঘ‌র্ষের ঘটানায় উ‌ত্তেজনা বিরাজ কর‌ছে। সংঘ‌র্ষের ঘটনা‌য় অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়ন ক‌রে বি‌ভিন্ন স্থা‌নে পু‌লি‌শি চেক‌পোষ্ট বসা‌নো হ‌য়েছে। পৃথক সংঘ‌র্ষের ঘটনায় প্রায় ১০ জন আহত হ‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌য়ে‌ছে ব‌লে সদর হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে।

শরীয়তপুর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সাইফুর রহমান জানান, পালং বাজার এলাকায় যুবলী‌গের নেতাকর্মী‌দের মধ্যে দুই‌টি গ্রুপ সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। প‌রে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রে‌ণে ২১ রাউন্ড সটগ্যা‌নের ফাঁকা গু‌লি ছো‌ড়ে পু‌লিশ। যুবলী‌গের ব‌র্ধিত সভা‌কে কেন্দ্র ক‌রে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়ন করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি পু‌লি‌শের নিয়‌ন্ত্রণে র‌য়ে‌ছে।

এ‌দি‌কে শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগ কার্যকরী কমিটির দীর্ঘ ১৬ বছর পর নতুন ক‌মি‌টি গঠণের ল‌ক্ষে ব‌র্ধিত সভা অ‌নু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। দুপু‌রে জেলা আওয়ামী লী‌গের পা‌র্টি অ‌ফি‌সে জেলা যুবলী‌গের ব‌র্ধিত সভা‌য় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে আওয়ামী যুবলী‌গের প্রে‌সি‌ডিয়াম সদস্য খা‌লেদ শওকত উপ‌স্থিত ছি‌লেন। অন‌ষ্ঠানে প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন আহমেদ ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী বক্তব্য রা‌খেন। সভাটি সঞ্চালনা ক‌রেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর। এ ছাড়াও সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছি‌লেন।

উল্লেখ, ২০০৫ সালে শরীয়তপুর জেলা যুবলীগের সম্মেলন করা হয়েছিল। দীর্ঘ  ১৬ বছরেও আর নতুন কমিটি করা হয়নি। এই ১৬ বছরে সংগঠনটির শীর্ষ পদে থাকা নেতারা আওয়ামী লীগের কমিটিতে চলে গেছেন। কেউ অন্য দলে, দেশের বাইরে ও কেউ মৃত্যুবরণ করেছেন। এমন পরিস্থিতিতে জোড়া-তালি দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে। সাংগঠনে গতিশীলতা আনতে ৫ অক্টোবর জেলা যুবলীগের বর্ধিতসভা ডাকা হয়।

শেয়ার করুন