১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৮:১৫:২০ পূর্বাহ্ন


ফেনীতে প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার, স্ত্রী পলাতক
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২১
ফেনীতে প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার, স্ত্রী পলাতক প্রতীকী ছবি


ফেনীতে মো. সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্ত্রী শিউলি আক্তার। আজ শুক্রবার সকালে শহরের ছুফি সদর উদ্দিন সড়কের চৌধুরী সুলতানা ম্যানশনের ৬ষ্ঠ তলা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে চৌধুরী সুলতানা ম্যানশনের ৬ তলায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল স্ত্রী ও দুই সন্তানসহ সৎ মাকে নিয়ে ঐ ভবনটিতে ভাড়া থাকতেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটুরিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

বাড়ির কেয়ার টেকার জানান, সোহেলের স্ত্রী রাত ৩টার দিকে তার স্বামী অসুস্থ ডাক্তার আনতে হবে বলে তাকে দিয়ে গেইট খুলে চলে যায়। এলাকাবাসী জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে অনেকদিন ধরে ঝগড়া বিবাদ লেগে আসছিল। সোহাগ প্রায় সময় মাতাল হয়ে এসে তার স্ত্রীকে মারধর করতো

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুবাই প্রবাসী মো. সোহেলের সৎ মাকে নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী শিউলি আক্তারের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। গত ঈদুল আজহায় প্রবাসী সোহেল দেশে ফিরলে সৎ মায়ের ভরণপোষণ নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। একপর্যায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হলে স্ত্রী শিউলি আক্তার ধারালো অস্ত্র দিয়ে স্বামী সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, সিআইডি ও পিবিআই ক্রাইমসিন পরিদর্শণ করেছেন। আমরা প্রাথমিকভাবে আশেপাশে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে হত্যাকাণ্ডের সাথে তার স্ত্রী জড়িত। সোহেলের স্ত্রী গতকাল রাত ২টার দিকে চলে যায় দুই সন্তানকে নিয়ে। তার ফোন সুইচ
অফ আছে। 

তিনি আরও বোলেণ, আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ সম্পর্কে জানতে আমরা সক্ষম হবো। হত্যাকাণ্ডের সাথে যদি অন্য কেউ জড়িত থাকে বা মদদ দিয়ে থাকে অতিশ্রীঘ্রই তাদের আমরা আইনের আওতায় আনতে সক্ষম হবো।

শেয়ার করুন