<p><br></p>
১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ০১:৪৮:১০ অপরাহ্ন
শিরোনাম :


হবিগঞ্জে প্যানাসিয়া হাসপাতালে এনেস্থিসিয়া প্রয়োগের সময় সিজারে ভুল চিকিৎসায় মৃত্যু,
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৫
হবিগঞ্জে প্যানাসিয়া হাসপাতালে এনেস্থিসিয়া  প্রয়োগের সময় সিজারে ভুল চিকিৎসায়  মৃত্যু,


হবিগঞ্জ শহরে প্যানাসিয়া মেডিএইড এন্ড ক্লিনিক(হাসপাতাল) এ প্রতিনিয়ত চলছে চিকিৎসার নামে অপচিকিৎসা গতকাল শুক্রবার বানিয়াচং থেকে আসা মোছা:নাজমা আক্তার (২৭)নামে এক সিজারের রুগির এনেস্থিসিয়া  প্রয়োগে সিজারের সময় তার  মৃত্যু  হয়। 

মৃত্যুুর পর প্রায় ৩ ঘন্টা পরে সুকৌশলে  সিলেট নর্থইষ্ট মেডিক্যালে প্রেরন করা  হয়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক বলেন রুগির মৃত্যু হয়েছে বেশ কয়েক ঘন্টা আগে, অতচ বিষয়টি ধামাচাপা দেওয়ার  জন্য সর্বএ চেষ্টা করছে ক্লিনিকের কর্তৃপক্ষ। শোকের কাতরে এলাকা জুরে মাতম চলছে। মৃত ব্যক্তির  এক আত্নীয়  বলেন। কেউ যেন এই হাসপাতালে ভর্তি না হয়।  এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু নিরপেক্ক তদন্তের দাবি করে বিচার চান। এর আগে একাদিক বার এই ক্লিনিকের বিরুদ্ধে  অপরিষ্কার, আয়া পিয়ন দিয়ে রিপোর্ট করা হয়

খবর নিয়ে জানাযায় যে,ম্যানেজার অম্বিকা দাস এবং ওয়ার্ডবয় স্বাধীন চৌধুরী কে দিয়ে বিভিন্ন সময় অপারেশন করানো হয়।,বলে  জানান স্হানীয়রা সেই সাথে সদর হাসপাতালের দালালদের মুখে পরে উন্নত চিকিৎসার নাম করে  রুগি ভাগিয়ে আনেন কমিশনের মাধ্যমে টাকা পান দালাল  চক্র। জানাযায় বিগত  নবীগঞ্জের এক নারীর মৃত্যু হয়েছিল। খুজ নিয়ে আরো জানা যায় ডাক্তার মো:ফরহাদের হাতে এই নারীর মৃত্যু হয়েছে অথচ তার কোনা ডিগ্রি ওই নেই । বিষয়টি নিয়ে শহরে চলছে নানা  তোলপাড়। এবং রোগীর স্বজনরা মামলার প্রস্তুতি চলছে বলে জানান।হবিগঞ্জ সিভিল সাজন অফিস থেকে বারবার সতর্ক করে দেন।  এবং যথাযথ প্রয়োজনী ব্যাবস্হা নেয়া হবে বলে জানান। এবিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষের  সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি  ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন