<p><br></p>
১২ নভেম্বর ২০২৫, বুধবার, ০৭:১১:৪৩ অপরাহ্ন


অন্দরের ঘটনা ফাঁস করলেন শেহনাজ গিল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
অন্দরের ঘটনা ফাঁস করলেন শেহনাজ গিল


বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানেরকিসি কা ভাই, কিসি কি জানসিনেমার সূত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল অভিনেত্রী শেহনাজ গিলের। সৌভাগ্য হয়েছিল সালমানের খামারবাড়িতে যাওয়ারও। ভাইজানের বাড়ির নামগ্যালাক্সি প্রায়ই বাড়ির সামনে ভিড় করেন তার ভক্ত-অনুরাগীরা। তবে সালমানের খামারবাড়ি নিয়ে মানুষের আগ্রহ তুলনায় অনেক বেশি। কী হয় সেই খামারবাড়িতে? এবার সেই তথ্যফাঁস করলেন শেহনাজ গিল।

বিগ বস্ ১৩থেকে অভিনেত্রীর সঙ্গে পরিচয় সালমান খানে। এরপর থেকেই ভাইজানের স্নেহধন্যা শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি সালমানের খামারবাড়িতে দুই-এক দিন থেকেছেনও। তিনি বলেন, ‘কিসি কা ভাই, কিসি কি জানসিনেমার সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই-এক দিন থেকেছিলামও। খুব মজা করেছিলাম। 

শেহনাজ বলেন, খামারবাড়িতে রয়েছে বহু বাইক গাড়ি। আমরা বাইক এটিভি গাড়িতে করে এদিক-ওদিক ঘুরে বেড়াতাম। সেখানে ভাইজানের সঙ্গে পার্টিও করেছিলেন।

অভিনেত্রী বলেন, আমরা খুব পার্টি করতাম। তবে উনি শুধুই কাজ নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্যে কীভাবে অভিনয় করতে হয়, সেটি আমাদের শেখাতেন। আসন্ন ছবি নিয়ে কথা বলতেন। ওর অগাধ জ্ঞান সিনেমা অভিনয় নিয়ে। সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করে নিতেন।

বৃক্ষরোপণ চাষাবাদ নিয়েও বিশেষ আগ্রহ রয়েছে ভাইজানের। শেহনাজ গিল বলেন, সালমান গাছ থেকে ফল পাড়তেন। স্যার খুবই দেশি ভাবনার মানুষ। উনি খুবই কর্মঠ। সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করে থাকেন। তিনি বলেন, সালমান মাটির মানুষ। বরাবর তিনি মাটিতে পা রেখে চলতে ভালোবাসেন।

শেয়ার করুন