<p><br></p>
০৫ জানুয়ারী ২০২৫, রবিবার, ১২:৩৪:৪৩ অপরাহ্ন


তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরি করছে চীন, বাংলাদেশ ও ভারতের উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৪
তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরি করছে চীন, বাংলাদেশ ও ভারতের উদ্বেগ


তিব্বত মালভূমির পূর্বদিকে বিশ্বের সবচয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন। দেশটির এই উচ্চাভিলাষী প্রকল্প ভারত বাংলাদেশের লাখ লাখ মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে চীনের রাষ্ট্রীয় জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়নার দেওয়া হিসেব অনুযায়ী, এই বাঁধ থেকে প্রতি বছর ৩০ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হবে।

এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম বাঁধটিও চীনের। চীনের মধ্য অঞ্চলে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম নামের সেই বাঁধ থেকে বছরে ৮৮. বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয়। নতুন এই বাঁধের উৎপাদন ক্ষমতা থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিনগুণেরও বেশি।

ইয়ারলুং সাংপো নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি। হিমালয়ের পানিরেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। তাই বাঁধটি চীনের চন্য ইতিবাচক হলেও ভারত বাংলাদেশের জন্য নেতিবাচক হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

তবে চীনা কর্মকর্তাদের দাবি, তিব্বতে জলবিদ্যুৎ প্রকল্পগুলো পরিবেশ বা নদীর নিম্ন প্রবাহে পানি সরবরাহের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না।

শেয়ার করুন