<p><br></p>
০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৮:০৭:৫৮ পূর্বাহ্ন


দুর্জয় ও নিজাম হাজারীর বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
দুর্জয় ও নিজাম হাজারীর বিরুদ্ধে দুদকের মামলা


অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ফেনী- আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং মানিকগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আজ বুধবার মামলাগুলো দায়ের করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

এছাড়া, ন্যাশনাল টেলিকমনিকেশন মনিটরং সেন্টার-এনটিএমসি' সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের সম্পদের অনুসন্ধানে সদস্যের টিম গঠন করেছে সংস্থাটি। 

নিজাম হাজারীর বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা- মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক মোহা. নূরুল হুদা। অন্যদিকে নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা- মামলাটি করেন সংস্থাটির পরিচালক মো. আবুল হাসনাত।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, প্রায় সাড়ে ১১ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। আর নিজাম উদ্দিন হাজারীর ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। 

এছাড়া, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ২২টি ব্যাংক হিসাবে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে বলেও জানান তিনি।  

শেয়ার করুন