<p><br></p>
কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এসময়
কবির পরিবারের সদস্যরা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ভক্ত-অনুরাগী সহ বিশিষ্টজনেরা উপস্থিত
ছিলেন।
জানাজার
নামাজের আগে কবি হেলাল হাফিজের বড় ভাই দুলাল
হাফিজ বলেন, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।
হেলালের
কোনো আচরণে কেউ কোনো দুঃখ পেয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।
প্রেস
ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের
সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, হেলাল ভাইয়ের মৃত্যু আমার অঙ্গ হানির সমান। আমার কবি হিসেবে সুনাম অর্জনের পেছনে ওনার বড় ভূমিকা ছিল।
তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।
কোমলমতি
একজন মানুষ ছিলেন। তিনি প্রেম ও দ্রোহের কবি
ছিলেন।
এর
আগে বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের ১ম জানাজা অনুষ্ঠিত
হয়।