প্রেস বিজ্ঞপ্তিঃ
গতকাল ৭
অক্টোবর হবিগঞ্জের
দৈনিক বিজয়ের
প্রতিধ্বনি পত্রিকায়
মাধবপুরে কার্ড
দেয়ার নামে
বৃদ্ধাদের কাছ
থেকে ৫শ
টাকা করে
নেন মেম্বার
কামাল' শিরোনামে
প্রকাশিত সংবাদটি
আমার দৃষ্টি
গোচর হয়েছে।
এছাড়াও হবিগঞ্জের
স্থানীয় কয়েকটি
পত্রিকায় ভিন্ন ভিন্ন শিরোনামে
সংবাদটি প্রকাশিত
হয়। প্রকাশিত
সংবাদটি সম্পূর্ণ
ভিত্তিহীন ও
বানোয়াট।
প্রকৃত ঘটনা
হল আমি
মোঃ কামাল
মিয়া মেম্বার
কখনও বয়স্ক
ভাতার নামে
কারো কাছ
থেকে কোন
প্রকার টাকা
পয়সা নেই
না। বয়স্ক
ভাতার বিষয়টি
আবেদনের প্রেক্ষিতে
যাচাই বাছাইয়ের
মাধ্যমে সম্পন্ন
হয়ে থাকে।
একটি কুচক্রী
মহল আমার
মান-সম্মান
ক্ষুন্ন করতে
সাংবাদিক ভাইদের
ভুল তথ্য
দিয়ে সংবাদটি
পরিবেশন করিয়েছে।
যা কাম্য
নয়। আমি
উক্ত মানহানিকর
সংবাদের তীব্র
নিন্দা ও
প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী মোঃ
কামাল মিয়া
মেম্বার, ছাতিয়াইন,
মাধবপুর-হবিগঞ্জ।