২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০১:১৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


টোঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২১
টোঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত


বিশ্বজুড়ে প্রায় দুই বছর ধরে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই সময়ে সারাবিশ্বে কোটি কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। তবে এতদিন পর দক্ষিণ প্রশান্তমহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় প্রথমবারের মতো করোনারোগী শনাক্ত হয়েছে।

মহামারী শুরুর পর থেকে হাতেগোনা যে কয়টি দেশে কোভিড গিয়ে পৌঁছায়নি তাদের মধ্যে টোঙ্গা ছিল অন্যতম। তবে, শেষ পর্যন্ত শুক্রবার দেশটিতে প্রথম করোনা শনাক্তের সংবাদ নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী পোহিভা টুইওয়ানতোয়া।

আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নিউজিল্যান্ড ভ্রমণ শেষে দেশে ফেরেন। তিনি দুই ডোজ ভ্যাকসিনও গ্রহণ করেছিলেন। নিউজিল্যান্ড থেকে ফেরার সময় ফ্লাইটে বসার আগেও করোনা পরীক্ষায় তার নেগেটিভ আসে।

টোঙ্গায় ফেরার পর বিদেশফেরত হিসেবে কোয়ারেন্টাইন পালনের জন্য হোটেলে আইসোলেশনে যান ওই ব্যক্তি। সেখানেই তার করোনা শনাক্ত হয়।

করোনা শনাক্তের ঘোষণা আসার পরই দেশব্যাপী সম্ভাব্য লকডাউনের মুখে ভ্যাকসিন নিতে হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ মানুষ।

ফ্লাইটে ওই ব্যক্তির সঙ্গে যারা এসেছেন, তাদের সংস্পর্শে আসা এয়ারপোর্টের কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী টুইওয়ানতোয়া। সংক্রমণের সংবাদ সামনে আসায় দেশে লকডাউন জারি হতে পারে বলেও আভাস দেন তিনি।

দক্ষিণ প্রশান্তমহাসাগরীয় ১৭০টি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র টোঙ্গার জনসংখ্যা প্রায় এক লাখ।

করোনা শনাক্ত না হলেও গত বছর মার্চে টোঙ্গা জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে বিদেশিদের আগমণ বন্ধ করে।

কঠোর পদক্ষেপের কারণে দেশটি করোনা ঠেকাতে সক্ষম হলেও দেশটির পর্যটন নির্ভর অর্থনীতিতে ধস নামে। সূত্র: বিবিসি

শেয়ার করুন