১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৫:১০ পূর্বাহ্ন


চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৪
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন দুই বিজ্ঞানী


চলতি বছর তিন বিজ্ঞানী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন দুই মার্কিন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যাব্রোস ও গ্যারি রাভকান। মাইক্রোআরএনএর আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা বিষয়ক গবেষণার জন্য তাঁরা এ পুরস্কার পেয়েছেন।
আজ সোমবার বেলা ৩টা ৩০ মিনিটি সুইডিশ নোবেল অ্যাকাডেমি এই পুরস্কার ঘোষণা করেন।

নোবেলজয়ীরা বিজ্ঞানীরা প্রত্যেক পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার।বাংলাদেশী টাকায় যা প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকার মতো! দুই নোবেলজয়ীর মধ্যে এই অর্থ ভাগ দেওয়া।

গতবছর চিকিৎবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরির ক্যাতালিন ক্যারিকো ও যুক্তরাষ্ট্রের ড্রু ওয়াইজম্যান। করোনাভাইরাসরোধী কার্যকর এমআরএনএ ভ্যাকসিন গবেষণার জন্য তারা এ পুরস্কার দেওয়া হয় ।

শেয়ার করুন