আক্ষরিক অর্থেই টেনেটুনে একশ পার করেছে পাকিস্তান। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১০৫ রান তুলেছে তারা। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে ভারতের চাই ১২০ বলে ১০৬ রান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরেন ভারতের বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে ৪ উইকেটে মোটে ৪১ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান।তবে নিয়মিত উইকেট হারিয়েই শেষ পর্যন্ত একশ রান পার করতে পেরেছে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান এসেছে নিদা দারের ব্যাটে। বাকি কেউ ২০-এর ঘর ছুঁতে পারেননি। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন পেসার অরুন্ধতী রেড্ডি। দুই উইকেট গেছে অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাতিলের ঝুলিতে।