লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর অবস্থানগুলোতে বৃহস্পতিবার ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমান। হিজবুল্লাহর নিহত প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলের এই বিমান হামলার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা।
মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের দেওয়া উদ্ধৃতিতে তিন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সাফিয়েদ্দিনকে হত্যার জন্যই একটি ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৈরুতের দাহিয়া এলাকায় শুক্রবার থেকে টানা হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানগুলো, তাই উদ্ধার কর্মীরা ওই এলাকায় যেতে পারছেন না।
ওই হামলার পর থেকে হিজবুল্লাহ সাফিয়েদ্দিনকে নিয়ে আর কোনো মন্তব্য করেনি, জানিয়েছে রয়টার্স।
শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদভ শোশানি জানান, তারা বৃহস্পতিবার রাতের হামলাগুলো মূল্যায়ন করে দেখছেন। হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি।