০৯ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:৫৫:৫৫ পূর্বাহ্ন


অপহরণের ১৮ দিন পর শিশুটিকে যেভাবে উদ্ধার করা হয়, অডিও প্রকাশ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২১
অপহরণের ১৮ দিন পর শিশুটিকে যেভাবে উদ্ধার করা হয়, অডিও প্রকাশ


অপহৃত চার বছর বয়সী ক্লিও স্মিথকে ১৮ দিন পর একটি তালাবদ্ধ বাড়িতে দেখতে পাওয়ার মুহূর্তের একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান পুলিশ।

শিশুটির নাম ধরে ডাকার সময় একজন অফিসার বলছিলেন, ‌‘আমরা তাকে পেয়েছি, আমরা তাকে পেয়েছি।’ অফিসার বলছিলেন, ‘হ্যালো ক্লিও!’। জবাবে শিশুটি ‘আমার নাম ক্লিও’।

ক্লিও গত ১৬ অক্টোবর একটি ক্যাম্পের পাশে তার পরিবারের তাঁবু থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর শুরু হয় ব্যাপক অনুসন্ধান। 

শিশুটিকে নিখোঁজের ঘটনায় ৩৬ বছর বয়সী এক পুরুষকে অভিযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার ক্লিও স্মিথকে তার পরিবারের বাড়ি থেকে প্রায় ৬ মিনিট দূরে কার্নারভনের একটি বাড়িতে পাওয়া গেছে।

গোয়েন্দা সার্জেন্ট ক্যামেরন ব্লেইন বলেছেন, ক্লিওকে উদ্ধার করার সময় সে সতর্ক এবং সচেতন ছিল। তখন ঘরে লাইট জ্বলছিল এবং সে খেলনা নিয়ে খেলছিল।

কর্তৃপক্ষ বলছে, যে ব্যক্তিটির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে তার সঙ্গে স্মিথের পরিবারের কোনো সম্পর্ক নেই।

গোয়েন্দা সুপারিনটেনডেন্ট রড ওয়াইল্ড সাংবাদিকদের বলেছেন, আজ বিকালে তাকে অভিযুক্ত করা হয়েছে।

তিনি যোগ করেন, লোকটি পুলিশ হেফাজতে থাকাকালীন নিজের ক্ষতি করার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই ব্যক্তির নাম টেরেন্স ড্যারেল কেলি। শিশুটিকে জোরপূর্বক বা জালিয়াতি করে নেওয়া বা প্রলুব্ধ করার অভিযোগে এই অস্ট্রেলিয়ান ব্যক্তিকে কার্নারভন শহরের আদালতে বৃহস্পতিবার হাজির করা হয়।

কার্নারভন ম্যাজিস্ট্রেট আদালতে নিজের জামিনের জন্য আবেদন করেননি ওই ব্যক্তি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাকে ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখা হয়েছে।

অডিও শুনতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন