মিরপুরের শাহীন হত্যাকাণ্ডের ভিডিওটিকে নোয়াখালীর যতন শাহ হত্যাকাণ্ড বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়া হয় কলকাতা থেকে। কিছু স্বার্থান্বেষী মহল গত ১৬ অক্টোবর তা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বলে জানিয়েছে র্যাব। আজ মুঠোফোন বার্তায় তা র্যাব সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ বলেন, প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায়, উক্ত ভিডিওটি কলকাতা থেকে দেবদৃতা ভৌমিক নামক একজন ভারতীয় নাগরিক সর্বপ্রথম ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দেন। এছাড়াও দেবদাস মন্ডল নামে আরো এক ব্যক্তি কোলকাতা থেকেই টুইটারে উক্ত ভিডিওটি আপলোড দেন। তিনি আরো বলেন, র্যাব উক্ত গুজব ছড়ানোর বাংলাদেশ ভিত্তিক কুশীলবদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।।