২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:১৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ঈদে ৭ চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
ভোরের ধ্বনি ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২১
ঈদে ৭ চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার চ্যানেল আই ঈদের সাতদিনে দেখাবে ইমপ্রেস টেলিফিল্মের সাতটি চলচ্চিত্র।


চ্যানেল আই ঈদের সাতদিনে দেখাবে ইমপ্রেস টেলিফিল্মের সাতটি চলচ্চিত্র। এ চলচ্চিত্রগুলো প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন প্রদর্শিত হয়েছে কাজী হায়াতের গল্প ও চিত্রনাট্যে গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ ছবিটি। মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুষ্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা, কাজী হায়াত প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে শাকিব খানের নবাব এল এল বি। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন। শাকিব খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা, স্পর্শিয়া, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঈদের তৃতীয় দিন গাজী রাকায়েতের গোর ছবিটি দেখা যাবে। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন, হাজী আমাতুন নুর দ্যুতি, সুষমা সরকার, শামীমা ইসলাম তুষ্টি প্রমুখ। গাজী রাকায়েত নিজে এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

চতুর্থ দিন থাকবে অনন্য মামুনের কসাই। এ ছবিতে অভিনয় করেছেন নীরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মী, তানজিলা হক, শাহীন মৃধা, তাসনুভা আনান, রিয়াজ উদ্দিন প্রমুখ।

ঈদের পঞ্চম দিন প্রদর্শিত হবে আন্ডার কনস্ট্রাকশন। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৈয়দ রুবাইয়াত হোসেন। এতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু, মিতা রহমান প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন প্রখ্যাত নির্মাতা কাজী জহির নির্মিত ময়নামতি ছবিটি দেখানো হবে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৯ সালে। এতে অভিনয় করেছেন প্রয়াত কিংবদন্তি জুটি রাজ্জাক ও কবরী। এর কাহিনী ও সংলাপ রচনা করেছেন প্রয়াত সাহিত্যিক সৈয়দ শামসুল হক। ছবিতে আরো অভিনয় করেছেন সিরাজুল ইসলাম, হাসমত, রওশন আরা প্রমুখ।

ঈদের সপ্তম দিন প্রদর্শিত হবে সুতপার ঠিকানা। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। অভিনয়ে অপর্ণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহামুদুল ইসলাম মিঠু, মীম চৌধুরী, সাইকা আহমেদ, এসএম মহসীন, নাভিদ মুনতাসির প্রমুখ।

শেয়ার করুন