<p><br></p>
অবশেষে
দেখা গেল সেই দৃশ্য। খেলাশেষে হাত মেলাচ্ছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা।
প্রতিবেশী দুই দেশের ক্রিকেটারদের এমন দৃশ্য দেখে মন ছুঁয়েছে ভক্ত-সমর্থকদের।
সদ্য
শেষ হওয়া ছেলেদের এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটাদের সঙ্গে হ্যান্ডশেক করাতো দূরে থাক পাকিস্তানি বলে তাদের সঙ্গে সৌজন্যতাও দেখায়নি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। একই চিত্র দেখা গেছে সদ্য শেষ হওয়া নারীদের ক্রিকেট বিশ্বকাপে। ভারত বিশ্বকাপ জিতলেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে অসৌজন্য মূলক আচরণের কারণে দর্শকদের মন জয় করতে
পারেনি।
অথচ
দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান উভয় দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেছেন।
শ্রীলংকায়
চলছে দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
সেখানেই মুখোমুখি হয় ভারত-পাকিস্তান
দুই প্রতিবেশী দল।
রোববার
টসের পর দুই দলের
অধিনায়ক হাত মেলাননি। তখন মনে হয়েছিল, এই ম্যাচেও হয়তো
সেই চেনা ছবি দেখা যাবে। কিন্তু খেলাশেষে ছবিটা বদলে গেল। দুই দলের ক্রিকেটারেরা হাসিমুখে হাত মেলালেন। অনেকে প্রতিপক্ষ ক্রিকেটারকে জড়িয়েও ধরলেন।
ম্যাচে
পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮
উইকেট হারিয়ে ১৩৫ রান করেছিল পাকিস্তান। জবাবে ১০.২ ওভারে
রান তাড়া করে জয় পায় ভারত।
৮ উইকেটে ম্যাচ জেতে তারা।
খেলা
শেষে পাকিস্তানের অধিনায়ক নিমরা রফিক ভারতকে শুভেচ্ছা জানান। ভারতের অধিনায়ক টিসি দীপিকাও পাকিস্তানের লড়াইয়ের প্রশংসা করেন। তবে সংবাদমাধ্যমের সামনে কেউ কথা বলেননি।
পরে
জানা গিয়েছে, হোটেল থেকে একই বাসে মাঠে গিয়েছিল দুই দল। ভারত-পাকিস্তানের এই খেলা শ্রীলংকার
টেলিভিশনেও সম্প্রচার করা হয়েছে।