<p><br></p>
১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ০৭:১৪:১৫ অপরাহ্ন


মাধবপুরে বিএনপির মহাসমাবেশে জনসাগর—ধানের শীষের পক্ষে গণজোয়ার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৫
মাধবপুরে বিএনপির মহাসমাবেশে জনসাগর—ধানের শীষের পক্ষে গণজোয়ার


হবিগঞ্জের মাধবপুরে রবিবার দুপুরের পর থেকেই হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের সমর্থনে শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার হাজারো মানুষ নোয়াহাটি বাজারমুখী হতে শুরু করেন। নানা বয়সী নেতাকর্মী ও সাধারণ মানুষ দলীয় প্রতীক ধানের শীষ হাতে মিছিলের মধ্য দিয়ে এলাকায় এক বর্ণাঢ্য জনসমাবেশের আবহ তৈরি করেন। বিকেলের দিকে পুরো এলাকাজুড়ে ঢাক–ঢোল, মাইকের স্লোগান আর উৎসবমুখর পরিবেশে প্রকম্পিত হয়ে ওঠে।


মাধবপুরের প্রত্যন্ত গ্রামগুলো থেকে দীর্ঘ সারির মিছিল এসে নোয়াহাটি বাজারে মিলিত হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে না থাকা মিছিলের ঢল শেষ পর্যন্ত রূপ নেয় বিশাল নির্বাচনী জনসভায়। বিকেল ৪টার দিকে নোয়াহাটি বাজার মাঠে অনুষ্ঠিত সভাস্থল ছিল লোকে লোকারণ্য—নারী, পুরুষ, চা–শ্রমিক, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ঢল নেমেছিল। পুরো বাজার এলাকা জুড়ে ধানের শীষের স্লোগান মুখরিত হয়ে ওঠে।


ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন,

“আমি আপনাদের সন্তান। আপনাদের বিশ্বাস আর ভালোবাসা নিয়েই সামনে এগোতে চাই। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অবহেলা বা নির্যাতনের শিকার হতে হবে না। বিএনপি ক্ষমতায় এলে বর্ণ–ধর্ম নির্বিশেষে সবার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”


এই সময় জনতার উদ্দেশে শাহজাহানপুর ইউনিয়নের পক্ষে চেয়ারম্যান পারভেজ চৌধুরী বলেন, “আমার ইউনিয়ন থেকে ফয়সল সাহেবকে এবার ৯৫ শতাংশ ভোট পাইয়ে দেবো—এটাই শাহজাহানপুরবাসীর অঙ্গীকার।”

তার প্রতিশ্রুতির জবাবে সৈয়দ মো. ফয়সল হাসিমুখে উপস্থিত জনতার দিকে তাকিয়ে আরও ১ শতাংশ ভোট চান। তিনি বলেন,

“আমার বাড়ি শুধু নোয়াপাড়া নয়, আমার বাড়ি জগদীশপুরও। আপনাদের বাড়ি মানেই আমার বাড়ি। আমি মনে করি হবিগঞ্জ–৪ আসনই আমার নিজের সংসার।”


সভায় জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, “আজকের জনসমুদ্র প্রমাণ করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই ভালোবাসার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না।”


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হোসাইন মো. রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদি আলাউদ্দিন আল রনি প্রমুখ। বক্তারা বলেন,

“সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আজকের এ গণজোয়ারই মানুষের প্রতিবাদের বহিঃপ্রকাশ।”


এদিকে পুরো নোয়াহাটি বাজার এলাকায় জনসভাকে ঘিরে সারাদিন উৎসবমুখর পরিবেশ এশারের নামাজ পূর্বক্ষণ পর্যন্ত বিরাজ করে। দোকানপাট, রাস্তার মোড়, বাজার এলাকা—সবখানে মানুষের ঢল দেখা যায়। বিশেষ করে চা বাগান থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে রঙিন টি–শার্ট পরে নারী–পুরুষের দলবদ্ধ আগমন জনসভাকে আরও প্রাণবন্ত করে তোলে।


স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এত বড় জনসমাবেশ এ এলাকায় দেখা যায়নি। আজকের গণসমাগম স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে—মাধবপুর–চুনারুঘাটে ধানের শীষের প্রতি মানুষের প্রত্যাশা ও সমর্থন দ্রুত বাড়ছে, আর আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।

শেয়ার করুন