ফুলবাড়ীতে ‘স্কুল লেভেল ইম্প্রুভমেন্ট প্ল্যান’(স্লিপ)-এর ৪০ লাখ ১৫ হাজার টাকা প্রাথমিক শিক্ষা অধিদফতরে ফেরত যাওয়ার ঘটনায় উপজেলা শিক্ষা অফিসকে দুষছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, চলতি (২০২১-২২) অর্থ বছরের স্লিপের টাকা গত অর্থবছরের ৩০ জুনের মধ্যে স্ব-স্ব বিদ্যালয়ের নিজস্ব অ্যাকাউন্টে যাওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ের পর আরও আড়াই মাস পেরিয়ে গেছে। অথচ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবহেলার কারণে স্লিপের টাকা পাওয়া যায়নি। কবে নাগাদ, এই টাকা ফেরত আসবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
জানা গেছে, স্লিপের টাকা ফেরত যাওয়ার ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এরশাদুল হক একই অফিসের উচ্চমান সহকারী কাম হিসার রক্ষক মো. শহিদুল ইসলামকে গত ২ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এছাড়া, গত ১৪ সেপ্টেম্বর স্লিপের প্রথম কিস্তির টাকা বিদ্যালয়ের যৌথ হিসাব নম্বরে টাকা ছাড় করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তবে, ১৪৯ বিদ্যালয়ের স্লিপের দ্বিতীয় কিস্তির ৪০ লাখ ১৫ হাজার টাকা এখনো স্কুলের অ্যাকাউন্টে জমা পড়েনি। শিক্ষকরা বলছেন, টাকা অভাবে বিদ্যালয়ের উন্নয়ন ব্যাহত হচ্ছে।