<p><br></p>
যুক্তরাজ্যের
ভিসা প্রার্থীদের গুরুত্বপূর্ণ সতর্কতা জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে তারা
ভুয়া ট্রাভেল এজেন্টদের প্রতারণা সম্পর্কে সাবধান থাকার আহ্বান জানায়।
হাইকমিশন
জানায়, কোনো এজেন্ট যদি সাধারণ ফি–র বাইরে
অতিরিক্ত অর্থ দাবি করে বা নিশ্চিতভাবে ভিসা
পাওয়ার আশ্বাস দেয়, তবে সেটি প্রতারণা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।
বিবৃতিতে
আরও বলা হয়, অতিরিক্ত ফি দাবি করে
কিংবা ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়—এমন কোনো প্রতিষ্ঠানের সেবা গ্রহণ না করার পরামর্শ
দেওয়া হচ্ছে। এ ধরনের প্রতারণা
বা জালিয়াতির ঘটনা ঘটলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।
এর
আগে গত মঙ্গলবার হাইকমিশন
অন্য এক সতর্কবার্তায় উল্লেখ
করেছিল, যুক্তরাজ্যের ভিসার আবেদন প্রক্রিয়ায় জাল বা ভুয়া নথি
জমা দিলে আবেদনকারীর ওপর ১০ বছরের ভিসা
নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই সবসময় বৈধ ও সত্য নথি
জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং এতে
কোনো ঝুঁকি না নিতে বলা
হয়।