<p><br></p>
২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:৩৪:১৮ পূর্বাহ্ন


জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ও সন্ত্রাসী মোঃ আল ইমরান সজলের প্রতারণার শিকার বহু মানুষ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৫
জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ও সন্ত্রাসী  মোঃ আল ইমরান সজলের প্রতারণার শিকার বহু মানুষ


জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ও সন্ত্রাসী মোঃ আল ইমরান সজলের প্রতারণার শিকার বহু মানুষ। এক অনুসন্ধানে জানা যায় যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় মোহাম্মদ বেলাল হোসেন রাব্বী নামক এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সন্ত্রাসী ও যুবলীগ নেতা মোহাম্মদ আল ইমরান সজল এর  বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। যাহার জাতীয় পরিচয়পত্র নং ৪১৫৬৮৩৭৩৪৮ । রাজধানীর একাধিক স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর সরাসরি গুলি চালিয়েছে। এছাড়াও বিভিন্ন থানায় তার নামে প্রতারণার মামলা রয়েছে।

উল্লেখ্য যে, মো: আল ইমরান সজল একজন চিহ্নিত প্রতারক, সন্ত্রাসী, ভূমি দস্যু, অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী । সে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ক্লাবের ক্যাসিনোর ব্যবসা ও অনলাইন বিভিন্ন ব্যবসার মাধ্যমে মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করে । ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে জোরপূর্বক  জমি দখল ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ রয়েছে। 


অনুসন্ধানে আরো জানা গেছে, সে বিভিন্ন প্রতারণার মাধ্যমে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ব্যবসার কথা বলে ইনভেস্টমেন্ট সংগ্রহ করে। এইভাবে সে কোটি কোটি টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করে। 


একাধিক মামলার আসামি পলাতক মোঃ আল ইমরান সজল এখনো প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন সর্বত্র। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৪ জনের নাম উল্লেখ করে  আসামি করা হয়েছে। 


মামলার নাম্বার : ১৬৩০/২৫ ,তেজগাঁও শিল্পাঞ্চল আমলী আদালত। উল্লেখ্য যে, মো: আল ইমরান সজল উক্ত মামলার এজাহার ভুক্ত ২৬০ নং আসামী যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারে বাদী আশঙ্কা করছে। মামলার বাদী হত্যার দ্রুত বিচার দাবি করছে।

শেয়ার করুন