<p><br></p>
০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ০৯:৪৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আজিমপুর প্রকল্পে অনিয়মের অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলী মালিক খসরুর বিরুদ্ধে তারেক রহমানের কাছে ছুটে গেলেন ইশরাক পেকুয়ায় প্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ আরও এক ফাইনালে বাংলাদেশ হারল ‘আইজাজ’ এর কাছে সম্পর্ক মানে একটা কমিটমেন্ট: কোয়েল সেই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার সারওয়ার বিএনপি আলোচনায় বসতে রাজি হয়নি সরিয়ে দেয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে নেপথ্যে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭টি ইউনিট জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক


সম্পর্ক মানে একটা কমিটমেন্ট: কোয়েল
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৫
সম্পর্ক মানে একটা কমিটমেন্ট: কোয়েল


টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অফস্ক্রিনে যেন এক সাদামাটা মানবী। তার ভক্ত-অনুরাগীরা তাকে আদর করে বলেন— 'টালিকুইন'।  আর সেই ডাক শুনলেই লজ্জায় মুখ লাল হয়ে ওঠে অভিনেত্রীর। 

পর্দায় গ্ল্যামার আর আভিজাত্যের ঝলক, কিন্তু বাস্তবে বিনয় আর সরলতার প্রতীক কোয়েল মল্লিক। কোনো অনুষ্ঠান-পার্টি কিংবা মল্লিকবাড়ির দুর্গাপূজা— সবখানেই হাসিমুখে মিশে যান সবার সঙ্গে। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে রঞ্জিতকন্যাকে খুব একটা কথা বলতে দেখা যায় না। এ বিষয়টি নিয়ে লাইমলাইট থেকে একটু দূরেই থাকেন অভিনেত্রী। 

তবে এবার কোয়েল মল্লিক নতুন প্রজন্মের ভক্তদের দিলেন প্রেম নিয়ে বিশেষ টিপস। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়।

কোয়েল মল্লিক বলেন, এ রকম নয় যে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে কিংবা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে— একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়াল্টি থাকে।

অভিনেত্রী বলেন, জামা-কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়ে গেছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি— সম্পর্ক সে রকম নয়। হয়তো আমি একটু পুরানোপন্থি, আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি বলে জানান কোয়েল মল্লিক।

উল্লেখ্য, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০২০ সালে এ দম্পতির প্রথম সন্তান ছেলে কবীরের জন্ম হয়। 

শেয়ার করুন