<p><br></p>
০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ০৭:৫৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি আলোচনায় বসতে রাজি হয়নি সরিয়ে দেয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে নেপথ্যে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭টি ইউনিট জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক গভীর রাতে গাড়িতে দুর্বৃত্তদের আগুন, সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা ‘আমাকে পাঠিয়ো না’, ৯ বছরের শিশু কেন স্কুল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করল ফরিদপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার নির্বাচনের দিনই গণভোট, সাফ জানালেন মির্জা ফখরুল ঢাকায় আসছে জাতিসংঘের একটি প্রতিনিধিদল আর দিল্লী নয়, এখন ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন


সরিয়ে দেয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে নেপথ্যে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৫
সরিয়ে দেয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে নেপথ্যে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া  রুবেল


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক- দুটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সঙ্গে এই দুটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পদের দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া। পাশাপাশি তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) পদেও ছিলেন। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, আওয়ামী লীগ আমলে বঞ্চিত এই কর্মকর্তা মোটামুটি সবগুলো দায়িত্ব পালন করছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার অনেকটা হঠাৎ তাকে সবগুলো পদ থেকে সরিয়ে দেয়া হয়। এমনকি এ মন্ত্রণালয়েই আর রাখা হয়নি মো. শাহজাহান মিয়াকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়। যা নিয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এমন কী ঘটলো, হঠাৎ একসঙ্গে তিনটি পদ থেকেই তাকে সরিয়ে দেয়া হলো? এ প্রশ্ন করছেন সংশ্লিষ্টরা।

অনুসন্ধানে জানা গেছে, মো. শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়ার ইচ্ছা পোষণ করেছেন খোদ এ মন্ত্রণালয়েরই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফোন করে তিনি শাহজাহান মিয়াকে অন্যত্র বদলির জন্য বলেন। এমনকি শুধু বদলিই নয়, শাস্তিমূলক বদলিরও ইচ্ছা পোষণ করেন উপদেষ্টা।

অথচ এর আগে উপদেষ্টা সজীব ভূঁইয়ারই অত্যন্ত পছন্দের কর্মকর্তা ছিলেন মো. শাহজাহান মিয়া। পছন্দের কারণেই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদের পাশাপাশি তাকে একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক- গুরুত্বপূর্ণ এই দুটি পদের অতিরিক্ত দায়িত্ব দিয়েছিলেন। অতীতে কেউ কখনো একই সঙ্গে এমন দুটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়েছেন বলে জানা নেই। কিন্তু হঠাৎ করে উপদেষ্টা সজীব ভূঁইয়া মো. শাহজাহান মিয়ার ওপর এতটা বিরাগভাজন কেন হলেন?

এর নেপথ্য কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী পদের একজন কর্মকর্তার ইচ্ছা পূরণ করতে গিয়েই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশাসক মো. শাহজাহান মিয়াকে এক সঙ্গে সব পদ থেকে সরিয়ে দিয়েছেন। এমনকি শাস্তিমূলক বদলির জন্যও বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়কে। মো. শাহজাহান মিয়ার অপরাধ হলো, তিনি ডিএসসিসির বহুল আলোচিত চিহ্নিত দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। গোলাম কিবরিয়া রুবেল মোটা অংকের অর্থে উপদেষ্টাকে ম্যানেজ করে উল্টো মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেয়ার ব্যবস্থা করেছেন।

ডিএসসিসি-তে নির্বাহী প্রকৌশলী মোটেই উচ্চ পর্যায়ের বা ক্ষমতাবান কোনো পদ নয়। এই গ্রেডের কর্মকর্তা আছেন আছেন অনেক। কিন্তু সাধারণ পর্যায়ের কর্মকর্তার এতো ক্ষমতা যে তিনি খোদ ওই সংস্থার শীর্ষ ব্যক্তিকে সরিয়ে দিতে সক্ষম হলেন! ডিএসসিসির সূত্রগুলো বলছে, গোলাম কিবরিয়া রুবেল সাধারণ পর্যায়ের কর্মকর্তা হলেও তাঁর অদৃশ্য ক্ষমতা অনেক। একদিকে তিনি অনেক অর্থবিত্তের মালিক। এই অর্থবিত্তের পরিমাণ প্রায় হাজার কোটি টাকা বলেও উল্লেখ করা হচ্ছে। অন্যদিকে, ডিএসসিসি-তে ঠিকাদার এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের সমন্বয়ে গড়ে উঠা শক্তিশালী এক সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন এই গোলাম কিবরিয়া রুবেল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টেন্ডার দুর্নীতি আর দখলবাজির সুবাদে রাতারাতি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল। ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয়, আওয়ামী লীগ দলীয় সাবেক মেয়র ফজলে নূর তাপসের প্রভাবে দক্ষিণ সিটি করপোরেশনের অঘোষিত সম্রাট বনে যান এই গোলাম কিবরিয়া রুবেল। তাপসের ঘনিষ্ঠ রুবেল জুলাই আন্দোলনের পর নিজের দুর্নীতির সাম্রাজ্য রক্ষায় মরিয়া হয়ে ভোল পাল্টে সাজেন বিএনপি-জামায়াত পন্থি হিসেবে। প্রকৌশলী রুবেল প্রায়ই বলে বেড়ান তার হাতের মুঠোয় নাকি উপদেষ্টা ও প্রশাসক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই নির্বাহী প্রকৌশলী ফ্ল্যাট, বাড়ি, কক্সবাজারে চার তারকা মানের বিলাসবহুল হোটেলের মালিক। শুধু কি তাই, খোদ রাজধানীতেই চেইন রেস্টুরেন্ট ‘আড্ডা’র মালিক এই গোলাম কিবরিয়া রুবেল। এর সবই গড়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে। সিটি করপোরেশনের একজন নির্বাহী প্রকৌশলী কোন আলাদিনের চেরাগের ছোঁয়ায় হলেন হাজার কোটি টাকার মালিক। অনুসন্ধানে বেরিয়ে আসে এই গোলাম কিবরিয়া রুবেল সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে নিয়ন্ত্রণ করতেন পুরো সিটি করপোরেশন। ধানমন্ডির এই চেইন আড্ডা রেস্টুরেন্টটির মালিককে হুমকি দিয়ে জোরপূর্বক দখল করে নেন তৎকালীন আওয়ামী লীগ দলীয় সাবেক মেয়র তাপসের ক্যাডার গোলাম কিবরিয়া রুবেল। দেখা যায়, আড্ডা রেস্টুরেন্টটির প্রকৃত মালিক রাফেয়া আবেদীন তৎকালীন সময়ে রাজউক অনুমোদিত নকশা দেখাতে না পারায় হুমকি দিয়ে দখল করে নেন গোলাম কিবরিয়া রুবেল। রেস্টুরেন্টের পরিচালনার দায়িত্ব দিয়েছেন তার চাচা মোহাম্মদ হানিফকে। এই আড্ডা রেস্টুরেন্টের কেরানীগঞ্জসহ কয়েকটি শাখাও দখল করে পুরোদস্তুর মালিক বনে যান দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী রুবেল।

দুর্নীতির ধলের বেড়াল এখানেই শেষ নয়। কক্সবাজারের ডলফিন মোড়ে চোখ ধাঁধানো চার তারকা মানের বিলাসী হোটেল নিডস বে ওয়াচ গড়েন দক্ষিণ সিটির এই প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল। রাজধানীর ধূপখোলা মাঠের পাশের ভবনে রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। এছাড়া যাত্রাবাড়ীতে নিজ নামে বাড়ি ও রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে দামী ফ্ল্যাট। চড়েন নিজের বিলাসবহুল গাড়িতে। রাতারাতি এতসব সম্পত্তি গড়েছেন শুধুমাত্র দক্ষিণ সিটি করপোরেশনের টেন্ডার বাণিজ্য আর অনিয়ম দুর্নীতি করে। ২০২০ সালে সিটি করপোরেশনের নির্বাচনের পর তৎকালীন মেয়র তাপসের ঘনিষ্ঠ হয়ে ওঠেন গোলাম কিবরিয়া রুবেল। সিটি করপোরেশনে তাপসের ভাগ-বাটোয়ারায় সব লেনদেন হতো এই রুবেলের মাধ্যমেই। তাপসের সময়ে রুবেল শুরু করেন দুর্নীতির খেলা। গড়ে তোলেন শত শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়।

ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। জুলাই অভ্যুত্থানের পরেও গোলাম কিবরিয়া রুবেলের কৌশলে ধরাশায়ী সবাই। এবার স্বৈরাচারের খোলস ছেড়ে গোলাম কিবরিয়া রুবেল সিটি করপোরেশনে বিএনপি-জামায়াতের বড় ঝান্ডাধারী কর্মকর্তা বনে গেলেন। আওয়ামী লীগ আমলে গড়া নিজের হাজার কোটি টাকার সম্পত্তি বাঁচাতে সুকৌশলে চতুর রুবেল পদোন্নতি ভাগিয়ে সহকারী প্রকৌশলী থেকে এক লাফে হয়ে যান নির্বাহী প্রকৌশলী। একটি দুটি নয়, তিনি কৌশলে ম্যানেজ করে দাায়িত্ব ভাগিয়ে নেন সিটি করপোরেশনের ছয়টি বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব। তিনি এবারও দক্ষিণ সিটির অঘোষিত রাজা। গেল বছর তার অঞ্চল-৭ ও মার্কেট নির্মাণ সেলের অতিরিক্ত দায়িত্ব সরিয়ে নিলেও ক্ষমতার দাপটে প্রজ্ঞাপন আটকে দেন রুবেল। রুবেল বলে বেড়ান তার হাতের মুঠোয় নাকি উপদেষ্টা এবং প্রশাসকও। দুর্নীতির মহারাজা রুবেলের এতসব অপকর্ম সত্ত্বেও তার বিরুদ্ধে কথা বলার সাহস পান না কেউই।

কিন্তু সম্প্রতি গণমাধ্যমে গোলাম কিবরিয়া রুবেলের নানা অনিয়ম-অপকর্ম ফাঁস হয়ে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। রুবেলের দুর্নীতি তদন্তের জন্য তিনি একটি কমিটি গঠন করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদ এর নেতৃত্বে গঠিত তিন সদস্যের এই কমিটিতে অন্য দুজন হলেন প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. জয়নুল আবেদীন এবং নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব।

ডিএসসিসির সচিব মহাম্মদ শফিকুল ইসলামের স্বাক্ষরে গত ২৬ অক্টোবর এই কমিটি গঠিত হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু তদন্ত কমিটি গঠনের মাত্র তিন দিনের মাথায় মো. শাহাজাহান মিয়াকেই আউট করে দেয়া হলো। গোলাম কিবরিয়া রুবেলের দুর্নীতি তদন্তে কমিটি গঠনই শাহজাহান মিয়া এভাবে আউট হওয়ার একমাত্র নেপথ্য কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন