<p><br></p>
০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ০৪:৪৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি আলোচনায় বসতে রাজি হয়নি সরিয়ে দেয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে নেপথ্যে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭টি ইউনিট জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক গভীর রাতে গাড়িতে দুর্বৃত্তদের আগুন, সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা ‘আমাকে পাঠিয়ো না’, ৯ বছরের শিশু কেন স্কুল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করল ফরিদপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার নির্বাচনের দিনই গণভোট, সাফ জানালেন মির্জা ফখরুল ঢাকায় আসছে জাতিসংঘের একটি প্রতিনিধিদল আর দিল্লী নয়, এখন ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন


বিডিআর হত্যাকাণ্ড তদন্তে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে


বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান।

আজ বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়নের ( বিজিবি) সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান।

কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, ‘জাতিকে অন্ধকারে রেখে কাজ করব না। সুষ্ঠু তদন্ত হবে। আমাদেরকে দেশিবিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। জন্য সেসব দেশে চিঠি দেওয়া হবে বা টিম পাঠানো হবে।

২০০৯ সালের ২৫ ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্রোহী জওয়ানদের হামলায় সে সময় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়। পরে ২৪ ডিসেম্বর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশন তদন্তকার্য সম্পন্ন করে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়।

শেয়ার করুন