<p><br></p>
০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ০৪:৪৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি আলোচনায় বসতে রাজি হয়নি সরিয়ে দেয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে নেপথ্যে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭টি ইউনিট জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক গভীর রাতে গাড়িতে দুর্বৃত্তদের আগুন, সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা ‘আমাকে পাঠিয়ো না’, ৯ বছরের শিশু কেন স্কুল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করল ফরিদপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার নির্বাচনের দিনই গণভোট, সাফ জানালেন মির্জা ফখরুল ঢাকায় আসছে জাতিসংঘের একটি প্রতিনিধিদল আর দিল্লী নয়, এখন ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন


তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে রাজধানীবাসী
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে রাজধানীবাসী ছবি : সংগৃহীত


দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটে নাজেহাল অবস্থা রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের। শীত এলে এই সংকট আরও তীব্র আকার ধারণ করে। দিনভর গ্যাসের অভাবে রান্না করতে না পেরে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে মানিকনগর, মুগদা, বাসাবো, খিলগাঁওসহ বেশ কিছু এলাকার বাসিন্দাদের।

ভোর থেকে দেখা নেই গ্যাসের। তাই তো মাটির চুলা নিয়ে চলছে স্বামী-স্ত্রীর কসরত। গ্যাসের চুলায় রান্না করা সম্ভব না হওয়ায় মাটির চুলাই তাদের শেষ ভরসা। গ্যাসের তীব্র সংকটে এই দস্পতির মতোই অবস্থা মানিকনগর এলাকার বাসিন্দাদের।

মুগদা, বাসাবো, খিলগাঁও রামপুরাসহ রাজধানীর আরও বেশ কিছু এলাকায় গ্যাস সংকটে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। সারা বছর গ্যাস সংকটে থাকা এসব এলাকায় শীত আসলেই তীব্র আকার ধারণ করে গ্যাস সংকট। দিনের পর দিন বিল দিতে হলেও নেই গ্যাস সংকটের স্থায়ী কোনো সমাধান।

এসব এলাকার বেশিরভাগ বাসাতে ভোর হলেই কমে যায় গ্যাসের চাপ, স্বাভাবিক হতে হতে পেরিয়ে যায় সন্ধ্যা। দিনের বেলা যে মিটমিটে গ্যাস থাকে তাতে দীর্ঘ সময়েও রান্না করা যায় না ভাত-তরকারি।

সময়মতো রান্না না হওয়ায় দুর্ভোগে পড়ছেন বেশিরভাগ মানুষ। এমন পরিস্থিতিতে বাইরে থেকে কেনা খাবারেই নির্ভর করেন অনেকে। কেউ আবার বিকল্প পদ্ধতিতে সিলিন্ডার গ্যাস অথবা বৈদ্যুতিক চুলা দিয়ে চালিয়ে নেন রান্নার প্রক্রিয়া।

সরকার যেন ব্যাপারে উদ্যোগ নেয়, শেষ হয় গ্যাসের ভোগান্তি- এমনটাই দাবি সবার।

 

শেয়ার করুন