<p><br></p>
০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ০১:২৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি আলোচনায় বসতে রাজি হয়নি সরিয়ে দেয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে নেপথ্যে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭টি ইউনিট জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক গভীর রাতে গাড়িতে দুর্বৃত্তদের আগুন, সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা ‘আমাকে পাঠিয়ো না’, ৯ বছরের শিশু কেন স্কুল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করল ফরিদপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার নির্বাচনের দিনই গণভোট, সাফ জানালেন মির্জা ফখরুল ঢাকায় আসছে জাতিসংঘের একটি প্রতিনিধিদল আর দিল্লী নয়, এখন ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন


আওয়ামী লীগ অধ্যায় শেষ, তারা পরাজিত:উপদেষ্টা নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
আওয়ামী লীগ অধ্যায় শেষ, তারা পরাজিত:উপদেষ্টা নাহিদ ইসলাম ছবি : সংগৃহীত


অস্ত্র জোর করে আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক প্রতিরোধ আগস্ট সফল হয়েছিল। সে সময়ের সক্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম এখন অন্তর্বর্তী সরকারের অংশ, এবং তিনি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে এবং এই প্রজন্ম মনে করে, বিচারের মধ্য দিয়ে সমাজে পুনর্মিলন (রিকনসিলিয়েশন) সম্ভব হবে।
 

সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সবসময় মিথ্যার ওপর টিকে ছিল এবং তাদের প্রধান অস্ত্র ছিল প্রোপাগান্ডা। তার মতে, শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন, এবং আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কারণ দলটির নেত্রী নেতাকর্মীদের রেখে পালিয়ে গিয়েছেন।
 

বর্তমান পরিস্থিতিতে, প্রতিদিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তবে ছাত্র-জনতার ঐক্য দীর্ঘদিনের বঞ্চিত রাজনৈতিক দলগুলোর নবোদ্যমই তার বিপরীতে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে। নাহিদ ইসলাম আরও বলেন, দেশের উন্নতির জন্য জাতীয় ঐক্য এবং রাজনৈতিক সমঝোতাই গুরুত্বপূর্ণ, আর ঐক্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নানা পক্ষ ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে এবং সরকার থেকে বের হওয়ার পর অপতথ্য প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যার বিরুদ্ধে তারা সত্য তুলে ধরতে চায়। গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, এই সত্যকে জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরি।

শেয়ার করুন