<p><br></p>
২৬ নভেম্বর ২০২৫, বুধবার, ১২:৩০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক কুষ্টিয়ার শ্রমিক দল নেতার লাশ উদ্ধার করলো নিখোঁজের ৮ দিন পর রাজকীয় জীবন-যাপন করছেন ঘুষ এবং পদোন্নতি বানিজ্যের অভিযোগে অভিযুক্ত স্বপন চাকমা । পটুয়াখালীতে এনসিপি প্রার্থীর তোরণে আগুন আওয়ামীলীগ-ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১ টাইটানিক থেকে উদ্ধার হওয়া স্বর্ণঘড়ি রেকর্ড দামে বিক্রি এনআইডি সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গৌরনদীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম মানিকগঞ্জে বাউল গ্রেপ্তার, অনুসারীদের ওপর হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন টিআইবির চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট


আওয়ামীলীগ-ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
আওয়ামীলীগ-ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১


ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সজল কুণ্ডুর ব্যানারে রাজধানীর ডেমরায় রাষ্ট্রবিরোধী মিছিল করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের অভিযানে গ্রেফতার ছাত্রলীগ নেতা মো. সৌরভ ইসলামকে সোমবার (২৪ নভেম্বর) বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার রাতে ডেমরার বামৈল ব্র্যাক অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২২ নভেম্বর) রাত থেকে রোববার ভোরে আমুলিয়া মডেল টাউন এলাকায় মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় গত রোববার রাতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সজল কুন্ডু, সাধারণ সম্পাদক আল আমিন ও ডিএসসিসির দুই ওয়ার্ড কাউন্সিলারসহ এজাহারনামীয় ৮ জন এবং অজ্ঞাত ২০–২৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

অন্য আসামিরা হলেন- ডিএসসিসির ৬৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালাহ উদ্দিন আহম্মেদ, ৭০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলাম সাগর, ডেমরা থানা ছাত্রলীগের সহ সভাপতি আবু বক্কর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. বশির মুন্সি।

সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯, ১০, ১২ ও ১৩ ধারায় ওই মামলাটি দায়ের করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান। তিনি জানান, সজল কুণ্ডুর ব্যানারে অভিযুক্তরা রাষ্ট্রবিরোধী মিছিল বের করে আইনশৃঙ্খলা ভঙ্গ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়।

ওসি আরও জানান, মিছিলে নেতাকর্মীরা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন