২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৫২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ভারতে দ্বিগুণ বাড়ল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা
স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২২
ভারতে দ্বিগুণ বাড়ল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা


সামান্য কমল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণ ৬.৪ শতাংশ কমেছে। সংক্রমণের হারও কিছুটা কম। একদিনে মোট ১৫ লাখ ৭৯ হাজার ৭২৮ জনের করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে এক লাখ ৬৮ হাজার ৬৩ জনের। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.৪৬ শতাংশ, যা আগের দিন ১৩.২৯ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমেছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে। দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে পশ্চিমঙ্গ।

ভারতে বেশি আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে মঙ্গলবারও শীর্ষে ছিল মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৪৭০ জন করোনা আক্রান্ত হয়েছে এই রাজ্যে। তবে এই সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় ১১ হাজার কম। সংক্রমণ কিছুটা কমেছে দিল্লিতেও। তবে দৈনিক সংক্রমণের সংখ্যায় দিল্লিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৮৬ জন সংক্রমিত হয়েছেন এ রাজ্যে। দিল্লি রয়েছে তৃতীয় স্থানে। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১৬৬ জন। যদিও বিশেষজ্ঞদের মত, সংখ্যায় এই সামান্য হেরফের দেখে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত হবে না।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রলায়ের পরিসংখ্যান এ-ও বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সোমবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ১৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৭৭ জন। এছাড়া দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন আট লাখ ২১ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন। তবে সুস্থতার হার এখনও নিম্নমুখীই। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬.৩৬ শতাংশে।

এদিকে, করোনার ওমিক্রন রূপের সংক্রমণও পাল্লা দিয়ে বাড়ছে। দেশটিতে এই মুহূর্তে মোট ওমিক্রন আক্রান্ত চার হাজার ৪৬১ জন। ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭১১ জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যাতেও শীর্ষে মহারাষ্ট্রই। এ রাজ্যে মোট ওমিক্রন আক্রান্ত এক হাজার ২৪৭ জন। এর পরেই রয়েছে যথাক্রমে রাজস্থান (৬৪৫), দিল্লি (৫৪৬), কর্নাটক (৪৭৯), কেরল (৩৫০), উত্তরপ্রদেশ (২৭৫) এবং গুজরাত (২৩৬)। ওমিক্রন আক্রান্তের তালিকায় ১৫ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। 

শেয়ার করুন