২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:৪৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ঝড়েপরা শিশুদের শিক্ষার আলোয় আলোকতি করতে সবার প্রয়োজন মেয়র,আরিফুল হক
স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২২
ঝড়েপরা শিশুদের শিক্ষার আলোয় আলোকতি করতে সবার  প্রয়োজন মেয়র,আরিফুল হক


জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো.আরিফুল হক চৌধরী বলেছেন,ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত,ঝরেপড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে শিক্ষাবান্ধব সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থার সম্মেলিত প্রয়াস একান্ত প্রয়োজন। শুধু সরকার কিংবা দুয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্র উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো,আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম(পিডিইপি-৪) বাস্তবায়নে সহয়াহক সংস্থা আরডিআরএস বাংলাদেশ উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয়। শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন কাজের সাথে সংস্থাটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সরকারের ভিশন বাস্তবায়নে শিক্ষার কোন বিকল্প নেই।সবার জন্য শিক্ষা নিশ্চিতের লক্ষে সরকার যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। শিক্ষাক্ষেত্রে সরকারের ভ’য়সী প্রশংসা করে তিনি আরো বলেন,আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ জাতীকে শিক্ষা উপহার দিতে মহানগর এলাকায় ঝরেপড়া,ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে যা যা প্রয়োজন তা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে। এবং আগামী মাসের মধ্যেই ছিন্নমূল ও সুবিধাবঞ্চিতদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করে প্রফেশনাল প্রশিক্ষণের আওতায় আনা হবে। ঝরেপড়া শিশুদের কেন্দ্রস্থল সিলেট নগরীর ১০ নং ওয়ার্ডের কলাপাড়ায় শিশুদের স্কুলগামী করতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিডিইপি-৪) সহযোগী সংস্থার অধীনে আরডিআরএস বাংলাদেশ’র উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ও শিশুদের মাঝে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার দুপুর ২ টায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিলেট জেলা সহকারী পরিচালক মোঃনজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আরডিআরএস বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো: মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন,সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজীদ খান,বিশেষ অতিথির বক্তব্য দেন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মো.তারেক উদ্দিন তাজ। এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর জেলা ম্যানেজার মো: মোশাররফ হোসেন, উপজেলা ম্যানেজার মো.খলিলুর রহমান প্রমূখ।

শেয়ার করুন