২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


বিতর্কিত ইমাদ চেয়ারম্যান হয়েই মাথা ফাটালেন আওয়ামীলীগ নেতার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২২
বিতর্কিত ইমাদ চেয়ারম্যান হয়েই মাথা ফাটালেন আওয়ামীলীগ নেতার


কোম্পানীগঞ্জে সেই বিতর্কিত নবনির্বাচিত চেয়ারম্যান ইমাদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা। শনিবার সকালে উপজেলার বর্ণি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করতে গিয়ে এই ঘটনা ঘটান দক্ষিণ রণিখাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ। শপথ গ্রহণের মাত্র ৫ দিনের মাথায় এ ঘটনায় ঘটান তিনি। এতে গুরুতর আহত হন দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছ আলী। পরে তাকে গ্রামবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। আহত এখলাছ আলীর মাথায় কয়েকটি আঘাত আছে বলে জানা গেছে। জামাত থেকে আওয়ামীলীগে এসে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ইমাদকে সমর্থন করেননি এখলাছ। নির্বাচনে ইমাদের বিপক্ষে থাকায় তার উপর এই হামলা করা হয়েছে বলে জানান এখলাছ আলী। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বর্ণি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করতে যান নবনির্বাচিত চেয়ারম্যান ইমাদ। সেখানে গিয়ে বর্ণি গ্রামের লোকজনদের উদ্দেশ্য করে ইউনিয়ন নির্বাচনের ভোট না দেওয়াকে কেন্দ্র করে খোঁচা দিতে শুরু করেন গ্রামবাসীদের নাম নিয়ে। পরে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এখলাছ আলী তার প্রতিবাদ করলে ইকবাল হোসেন ইমাদ এখলাছ আলীর উপর হামলা করেন। এ সময় তার মাথায় আঘাত করলে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন এখলাছ আলী। পরে তাকে এলাকাবাসী তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উল্লেখ্য দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত থেকে এসে নৌকার প্রার্থী হয়ে যান ইকবাল হোসেন ইমাদ। তাকে নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগে বিতর্ক ছিল তুঙ্গে। এ বিষয়ে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন ইকবাল হোসেন ইমাদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে শত প্রমাণ থাকা সত্বেও জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দদের ম্যানেজ করে নৌকার টিকেট সংগ্রহ করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও তুখোড় জামায়াত নেতা ইকবাল হোসেন ইমাদ। এব্যাপারে এখলাছ আলী বলেন, নির্বাচনে আমি ইমাদকে সমর্থন না করায় শপথ গ্রহণের ৫ দিনের মধ্যে আমার উপর হামলা চালিয়েছে। আমি ছাত্র থেকে আওয়ামিলীগের রাজনীতি করে আসছি। জামাত থেকে উড়ে এসে কেউ আওয়ামীলীগের চেয়ারম্যান হয়ে গেলে আমি ত সমর্থন করতে পারি না। আমি এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করবো। ঘটনার সত্যতা স্বীকার করে চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বলেন, মারামারির ঘটনা সত্য। আপনারা নিউজ করেন।

শেয়ার করুন