২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:২১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ছিকন্দর আলী শিক্ষা ফোরাম'র ক্যালেন্ডার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন
ভোরের ধ্বনি অনলাইন ডেক্স
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২১
ছিকন্দর আলী শিক্ষা ফোরাম'র ক্যালেন্ডার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন


মোঃ আব্দুল্লাহঃ- সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তন কেন্দ্রে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে ছিকন্দর আলী শিক্ষা ফোরাম'র প্রোগ্রাম সুপারভাইজার সাংবাদিক ফয়েজ আহমেদের পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছিকন্দর আলী শিক্ষা ফোরাম'র সভাপতি, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও জেছিস'র নির্বাহী পরিচালক এ টি এম বদরুল ইসলাম । এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জৈন্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম জাকারিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য সাবেক জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন,কানাইঘাট ডিগ্রি কলেজের প্রভাষক বিনা সরকার, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা, এই বৃহত্তর জৈন্তার প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য যারা জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন এবং সমাজ সেবায় নিয়োজিত ছিলেন সংশ্লিষ্ট সকল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এবং ছিকন্দর আলী শিক্ষা ফোরাম'র বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন ও নানান দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এবং এ কার্যক্রম বৃহত্তর জৈন্তায় ধারাবাহিক চলবে বলে জানান। এসময় বক্তব্যে বক্তারা, ছিকন্দর আলী শিক্ষা ফোরাম'র ক্যালেন্ডার বিতরণে আর্থিক দিয়ে ও বিশেষভাবে সহযোগিতা করেছেন ইউকে প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলমকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, খাজার মুকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন, তৈয়ব আলী কারিগরি কলেজের সহকারী শিক্ষক ইন্জিনিয়ার মনির আহমেদ, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমেদ, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত অভিভাবক সদস্য ফখরুল ইসলাম,জৈন্তাপুর প্রবাসী গ্রপের সদস্য আবুল কালাম, অলিউর রহমান, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ প্রমুখ। উক্ত সভায় আলোচনা শেষে, বৃহত্তর জৈন্তার শিক্ষানুরাগী জৈন্তিয়া ডিগ্রি কলেজর প্রতিষ্টাতা সদস্য মরহুম ছিকন্দর আলী ও হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি মরহুম ইয়াকুব আলী'র রুহের মাগফেরাত কামনা করে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা হয়।

শেয়ার করুন