১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:১৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


পুঠিয়ার মেয়রের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২১
পুঠিয়ার মেয়রের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুনের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার ব্যবসায়ীক অংশীদার মনিরুজ্জামান আইনজীবীর মাধ্যমে ওই টাকা পরিশোধের জন্য মেয়রকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সাত কর্ম দিবসের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী বারের অ্যাডভোকেট আজমত হোসাইন লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন।

এ বিষয়ে পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান জানান, তিনি এমন কোনো নোটিশ পাননি। টাকা নেওয়ার বিষয়টিও সঠিক নয়। লিগ্যাল নোটিশ হাতে পেলে তখন এ বিষয়ে বলতে পারবেন।

গত ১৫ নভেম্বর পাঠানো লিগ্যাল নোটিশ সূত্রে জানা গেছে, মোট ৫টি চেকে ৩০ লাখ টাকা নিয়েছেন মেয়র আল মামুন। মেয়রের ব্যবসায়ীক অংশীদার মনিরুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট আজমত হোসাইন নোটিশটি পাঠিয়েছেন। এতে উল্লেখ আছে ভুক্তভোগী চেকগুলো নির্দিষ্ট সময়ে উপস্থাপন করলে পর্যাপ্ত তহবিল না থাকায় ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়। প্রথম অবস্থায় মৌখিকভাবে জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি মেয়র আল মামুন। পরবর্তীতে বিভিন্ন তালবাহানা শুরু করেন। 

আইনজীবী আজমত হোসাইন জানান, জনতা ব্যাংক পুঠিয়া শাখার পাঁচটি চেকের মাধ্যমে মনিরুজ্জামানের কাছ থেকে মেয়র আল মামুন ৩০ লাখ টাকা গ্রহণ করে। এর মধ্যে পাঁচ লাখ করে চারটি চেকে ২০ লাখ এবং একটি চেকে ১০ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে তালবাহানা করছেন। প্রাথমিকভাবে টাকা নেওয়ার বিষয়টিও প্রমাণিত হয়েছে। 

মনিরুজ্জামান জানান, ‘মেয়র আল মামুন কনস্ট্রাকশন ও পেট্রোল পাম্পের উন্নয়নের জন্য আমার কাছে থেকে টাকাগুলো নিয়েছিল। পরে টাকা ফেরত দেওয়ার জন্য অনেকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু টাকা না দিয়ে সেটি আত্মসাত করার চেষ্টা করছেন। বিশেষ করে মেয়র নির্বাচিত হওয়ার পর টাকা দিতে অস্বীকার করেছেন। তাই বাধ্য হয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এতে কাজ না হলে মামলা দায়ের করা হবে।’

শেয়ার করুন