২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করল জুবফ
স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২১
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করল জুবফ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম (জুবফ) শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। 

রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে বিকেল ৩টায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। 

অনুষ্ঠান শুরুর পূর্বেই ভেন্যু প্রাঙ্গণ জুবফ সদস্যদের প্রাণের মেলায় পরিণত হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডার সার্ভিসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)- এর যে গ্র্যাজুয়েটগণ যোগ দিয়েছেন তাঁদের পেশাজীবী সংগঠন জুবফ। ভেন্যু প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টলে জুবফ সদস্যগণ ছোট ছোট গ্রুপে আড্ডার মাধ্যমে পিঠা, ফুচকা ও অন্যান্য মজাদার খাবার খেতে খেতে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন। ক্যাম্পাসের স্থাপনার আদলে নির্মিত দুটি ফটো বুথে ছবি তুলতে গিয়ে অনেকেই যেন ছাত্রজীবনে হারিয়ে যান।

মূল আয়োজন শুরু হয় সন্ধ্যা সাড়ে ৫ টায়। বাংলাদেশ পুলিশ নাট্যদল মঞ্চস্থ করে তাদের প্রযোজিত নাটক “অভিশপ্ত আগস্ট”।  নাটকটি কৃষিবিদ ইন্সটিটিউটের মূল মিলনায়তনে মঞ্চস্থ হলে উপস্থিত হাজার খানেক জুবফ সদস্য ১৯৭৫ এর ১৫ আগস্ট কাক ডাকা ভোরে ৩২ নম্বরে বিশ্ব ইতিহাসের ঘৃণ্যতম হত্যাকাণ্ডের ঘটনাবলী ও তার পটভূমি অবলোকন করেন।   

নাট্য পরিবেশনার পর ১৫ মিনিটের বিরতি দিয়ে আলোচনাসভা শুরু হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভা শুরুর পর স্বাগত বক্তব্য রাখেন জুবফ সাধারণ সম্পাদক ও ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মোঃ আঃ আহাদ। তিনি তাঁর বক্তব্যে জুবফ গঠনের ইতিহাস, তাৎপর্য ও লক্ষ্য তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে সঠিকভাবে দেশকে পরিচালনার জন্য, ফোরামের প্রতিটি সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবে।

আলোচনাসভায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি সম্মতি দিলেও জরুরি প্রয়োজনের দেশের বাইরে থাকায় আসতে না পারলেও জাবির এই সাবেক শিক্ষার্থী তাঁর লিখিত বক্তব্য মেইল করে পাঠালে তার পক্ষে সেটি পাঠ করা হয়। তিনি জুবফ সদস্যদের দেশের জন্য ৯৯% না, ১০০% উজাড় করে সেবা দেয়ার উদাত্ত আহ্বান জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি, আয়োজকদের ধন্যবাদ জানান বঙ্গবন্ধু স্মরণে এই মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য। জাবির সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি তাঁর ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করেন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথির বক্তব্যে জুবফের সফলতা কামনা করেন। তিনি জুবফ সদস্যদের নিঃস্বার্থভাবে দেশমাতৃকার সেবা অব্যাহত রাখার আহ্বান জানান ও বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণ করে দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশ সেবায় নিয়োজিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। 

সভায় আরো বক্তব্য রাখেন জুবফ সভাপতি ও সাবেক সচিব মনোয়ার আহমেদ, জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক এবং জুবফ সহ-সভাপতি মোঃ তাহিয়াত হোসেন, জুবফ সহ-সভাপতি ও খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মাহিদ উদ্দিন  এবং কর কমিশনার ও জুবফ কোষাধ্যক্ষ মোঃ বজলুল কবির ভুঁইয়া। 

আলোচনাসভা শেষে নৈশভোজ ও র‍্যাফেল ড্র আয়োজনের মাধ্যমে জুবফের অনুষ্ঠান সমাপ্ত হয় রাত ১১.৩০ ঘটিকায়।

শেয়ার করুন