২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৩৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


কক্সবাজারে আর্টিমিয়া চাষে অভাবনীয় সাফল্য
স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২১
কক্সবাজারে আর্টিমিয়া চাষে অভাবনীয় সাফল্য


সাম্প্রতিক সময়ে আর্টিমিয়া চাষে কক্সবাজারে ব্যাপক সাফল্য দেখিয়েছেন অনেক আর্টিমিয়া চাষি। সেরা আর্টিমিয়া চাষীদের মধ্যে জেলায় সেরা আর্টিমিয়া চাষি সন্মাননা পেলেন কক্সবাজারের নুরুল ইসলাম। সদর উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম আর্টিমিয়া চাষে অভাবনীয় সাফল্য লাভ করায় সেরা চাষীর সন্মাননা লাভ করেন।  

সোমবার সকালে কক্সবাজারের হোটেল সিগালে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ বাস্তবায়িত আর্টিমিয়া ফর বাংলাদেশ প্রকল্পের বার্ষিক কর্মশালায় তার হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।

ওয়ার্ল্ডফিশের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ক্রিস্টোফার প্রাইসের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন আর্টিমিয়া ফর বাংলাদেশ প্রকল্পের টেকনিক্যাল টিম লিডার ড. মুহাম্মদ মিজানুর রহমান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দারিও ট্রম্বেটা। অনুষ্ঠানে সেরা মৎস্য চাষি হিসেবে আনার আলী, সেরা ক্লাস্টার লিডার হিসেবে বেদারুল আলম ও বেলাল উদ্দিনের হাতেও সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উল্লেখ্য আর্টিমিয়া এক ধরনের জলজ ক্ষুদ্র জীব যা চিংড়ির খাবার হিসেবে ব্যবহার করা হয়। 

আর্টিমিয়া ফর বাংলাদেশ প্রকল্পের টেকনিক্যাল টিম লিডার ড. মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় কক্সবাজার জেলায় এ প্রকল্পের মাধম্যে জলবায়ু বান্ধব ও লবণ সহিষ্ণু মৎস্য চাষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন