২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:২৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


তালহা-সামীমের নেতৃত্বে চলছে বন্ধ্যাত্ব চিকিৎসার নামে প্রত্যারণা
রিপোর্টার: গোলাম মোস্তফা মন্টি
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২১
তালহা-সামীমের নেতৃত্বে চলছে বন্ধ্যাত্ব চিকিৎসার নামে প্রত্যারণা


চিকিৎসায় কোন কাজ না হলেও নি:সন্তান দম্পতিকে দেয়া হয় সন্তান লাভের শতভাগ নিশ্চয়তা। মূল চিকিৎসার আগেই দেয়া হয় বিভিন্ন রকম টেস্ট, এই টেস্ট করার নামেই হাতিয়ে নেয়া হয় মোটা অংকের টাকা। রাজধানীতে বন্ধ্যাত্ব চিকিৎসায় প্রত্যারণার জাল বিছিয়েছে একটি চক্র। উত্তরার গার্মেন্টস ব্যবসায়ী আবু তালহা মাসুম ও মেডিকেল রিপ্রেজিস্টেটিভ শামীম আহমেদের নেতৃত্বে নি:সন্তান দম্পতিকে সন্তান লাভের আশ্বাস দেখিয়ে এই চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাদের প্রতিষ্ঠানের কোন লাইসেন্স না থাকলেও শুধু লাইসেন্সের আবেদন করে চলছে অবৈধ কার্যক্রম। আর তালহা-শামীমের এই ভয়াবহ প্রতারণার জালে হাজারো বন্ধাত্ব দম্পতি খুইয়েছেন জীবনের শেষ সম্বল। সরেজমিনে গিয়ে জানা যায়, ধানমন্ডির বিভিন্ন হাসপাতালের কর্মচারী ও ভ্রাম্যমান দালালদের সহযোগিতায় রোগীসংগ্রহ করে প্রতিষ্ঠানটি। এছাড়া ফেসবুকে চালানো হচ্ছে চটকদার বিজ্ঞাপন। এই চটকদার বিজ্ঞাপনে পা দিচ্ছেন অনেক নি:সন্তান দম্পতি। ভুক্তভোগীদের অভিযোগ, অনলাইনে বিজ্ঞাপন দেখে এখানে এসেছিলাম। চিকিৎসায় কোন কাজ হয়নি।পরীক্ষা-নিরীক্ষার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। দেখা গেছে, যে প্রতিষ্ঠানের নামে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেওয়া হয়, সেটির অস্তিত্বই নেই। এছাড়া অবৈধভাবে ভারতীয় চিকিৎসকদের মাধ্যমে অনলাইনে রোগী দেখানো হয়। সরাসরি কোন চিকিৎসকের দেখা পাওয়া যায়নি এখানে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) একজন সাবেক কর্মকর্তা বলেন, অনুমোদন না নিয়ে বিদেশি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা অবৈধ। এই ধরনের প্রতিষ্ঠান সাধারণ মানুষের সাথে প্রতারণা করে টাকা নিচ্ছে। জানা গেছে, হার্টবিট ফার্টিলিটি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শামীম আহম্মেদ। চিকিৎসা পেশায় কোনো অভিজ্ঞতা নেই তার। নোভা আইভিআই ঢাকা লিমিটেড' নামে অস্তিত্বহীন আরেকটি ডায়াগনস্টিকের ট্রেড লাইসেন্স নিয়েছেন। এছাড়া শামীম চিকিৎসকদের স্বাক্ষর নকল করে রোগীদের প্যাথলজিক্যাল রিপোর্ট দেন। এটি জানার পর প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পর প্রতারক শামীম ও তালহা নতুন করে আবারও ডায়াগনস্টিক সেন্টার দিয়েছেন উওরার গাজী টাওয়ারে। প্রতিষ্ঠানের অংশিদার সামীম বলেন, এই ব্যবসা লাভজনক বলে আবু তালহা মাসুম তাঁর নিজস্ব উওরার ৪ নম্বর সেক্টরের একটি ফ্লাট এই ব্যবসার জন্য দিয়েছেন। আবু আলহা মাসুম আরও একাধিক ব্যবসার সাথে জড়িত থাকার কারণে আমাকে এই ব্যবসাটি পরিচালনা করতে বলেছেন। আবু তালহা মাসুম ও শামীমের ব্যবসায়িক পার্টনার ডাক্তার দেলোয়ার হোসেন বলেন, নি:সন্তান দম্পতিদের সাথে প্রতারণা করে টাকা নেয়া হচ্ছে এটা জানার পর আমি ওই প্রতারক চক্র থেকে আলাদা হয়েছি। এই প্রতিষ্ঠানের সাথে আমার কোন সম্পর্ক নেই। এবিষয়ে শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর দেননি। পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন বন্ধ করে রাখেন।

শেয়ার করুন