২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:২৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


দৌলতদিয়া ফেরি পারের অপেক্ষায় দুইশ' যানবাহন
সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২১
দৌলতদিয়া ফেরি পারের অপেক্ষায় দুইশ' যানবাহন


ফেরি স্বল্পতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুইশ' যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে আজ বুধবার সকাল ১১টার দিকে সিরিয়ালে কোন যানবাহন দেখা যায়নি।

গোয়ালন্দ মোড় থেকে ১৩ কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুইশ' যানবাহনের মধ্যে কোন যাত্রীবাহী বাস, পচনশীল পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়ী দেখা যায়নি। শুধুমাত্র অপনশীল দ্রব্য বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিপারের অপেক্ষায় রয়েছে।

গোয়ালন্দ মোড় আটকে পড়া যানবাহন চালকরা জানান, গত দুইদিন ধরে ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের ট্রাক ও কাভার্ডভ্যানগুলো ফেরিপার হয়ে যাচ্ছে। তবে যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি। বিকেলের দিকে পচনশীল পণ্যবাহী ট্রাক পার হতে ৪/৫ ঘণ্টা লাগছে। 

রাজবাড়ীর ট্রাফিক পুলিশ তারক চন্দ্র পাল বলেন, ট্রাফিক পুলিশের তথ্যমতে সকাল ১১টা পর্যন্ত ফেরি পারের অপেক্ষায় রয়েছে দুইশ' যানবাহন। তবে বর্তমানে যানবাহনে চাপ কম থাকায় অনেক ভোগান্তি দূর হয়েছে। গোয়ালন্দ মোড়ে এখন পর্যন্ত কোন ফেরি পারের অপেক্ষায় নেই। 

অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি'র) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। যানবাহনে চাপ কমে যাওয়ার কারণে ফেরিঘাটে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন